187. বায়ুর চাপ অপেক্ষা কম চাপকে কী বলে?
গেজ চাপ (Gauge pressure) : চাপ পরিমাপ করার বস্তুকে প্রেসার গেজ বলে এবং প্রেসার গেজ হতে প্রাপ্ত রিডিং (Reading)-কে গেজ যোসার বলে। গেজ প্রেসার বায়ুমণ্ডলীয় প্রেসার অপেক্ষা বেশি অথবা কম হতে পারে। বেশি হলে ঐ গেজ প্রেসারকে পজিটিভ গেজ প্রেসার এবং কম হলে ঐ গেজ প্রেসারকে নেগেটিভ গেজ প্রেসার বা জ্যাকুরাম প্রেসার (Маrman pressure) বলে।
ভ্যাকুয়াম চাপ (Vacuum pressure) :যে যন্ত্রের সাহায্যে বাহুতাশ অপেক্ষা কম প্রবাহী চাপ পরিমাণ করা হয়, তাকে ভ্যাকুয়াম গেজ বলে। যদি তরলের চাপ বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে কম হয়, তবে ঐ ধরনের চাপকে শূন্য চাপ বা ভ্যাকুয়াম চাপ বলে।