ব্যাখ্যা: এক্সটার্নাল গিয়ার পাম্প (External gear pump) :পাম্পে দুটি গিয়ার থাকে। গিয়ার দুটির একটি চালক গিয়ার অপরটি চালিত গিয়ার। গিয়ারের দাঁতগুলো একে অপরের সাথে মেস (Mesh) করা থাকে। চালিত গিয়ার চালক বিয়ারের বিপরীত দিকে ঘুরে। গিয়ার মুচির বহির্ভাগ কেইসিং- এর সাথে খুব সুক্ষ্ম সংস্পর্শে থাকে। গিয়ার ঘুরার সময় এর প্রবেশপদ থেকে তরল কেইসিং এবং গিয়ারের মাঝে ফাঁদে ফেলে এবং ঠেলে নির্গমন পথে পাঠিয়ে দেয়।