কোনো তরলের উপর তার চেয়ে কম ঘনত্বের কোনো বস্তু রাখলে এর তল বরাবর সংকুচিত হওয়াকে Surface tension বলে। পানির পৃষ্ঠটান 72 dyne/cm
: 72 dyne/cm = 72 x103 N/m = 0.072 N/m
বেজিনের সূত্রের সাহায্যে Weir-এর মধ্য দিয়ে প্রবাহের পরিমাণ নির্ণয় করা হয়।
সূত্র, Q = mL√28 3/H^2 এখানে, m = বেজিনের ধ্রুবক L = Weir-এর প্রকৃত দৈর্ঘ্য H = তরল বা পানির হেড চেজির নির্গমন সূত্র হতে, Q = AV = AC√mi
[V=C√mi]
প্যাসকেলের সূত্র: আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশের উপর বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছু মাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে।
674. বিভিন্ন রকম প্রবাহ নির্ণয়ের জন্য নিচের কোন নচ প্রযোজ্য?
ভি-নচের সুবিধা-
i) ভি-নচের ক্ষেত্রে নির্গমন নির্ণয়ের জন্য শুধুমাত্র গভীরতা বা হেড (H) এর প্রয়োজন হয়।
(ii) একই মাপের ভি-নচ দিয়ে বিভিন্ন ধরনের প্রবাহের পরিমাপ সঠিকভাবে নির্ণয় করা যায়।
677. আয়তাকার চ্যানেলের ক্ষেত্রে সর্বোচ্চ নির্গমন তখনই ঘটে যখন পানির গভীরতা প্রন্থের-
আয়তাকার চ্যানেলের ক্ষেত্রে সর্বোচ্চ নির্গমন তখনই ঘটে যখন পানির গভীরতা প্রন্থের অর্ধেক হয় অর্থাৎ আয়তাকার চ্যানেলের মধ্যে দিয়ে অধিক নির্গমন ও গতিবেগের জন্য প্রযোজ্য শর্ত হলোঃ
b = 2d এবং m =d/2 ব্যবহার করা বাঞ্ছনীয়।