Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

হাইড্রোলিক্স MCQ
661. Cumec দ্বারা বুঝায়-
1cm³/sec
1m³/sec
1m³/sec2
Icft/sec
662. যেখানে হাইড্রলিক জাম্প ঘটে সেখানে বেশি পরিমাণ নষ্ট হয়-
উচ্চতা
শক্তি
চাপ
বেগ
663. Pycnometer দিয়ে কী নির্ণয় করা হয়?
যে-কোনো তরল পদার্থের Sp. gravity নির্ণয় করার জন্য Pycnometer ব্যবহার করা হয়।
Sp. gravity
Voids volume
Shear strength
Compressive strength
664. পিটট টিউব দ্বারা তরল পদার্থের কী মাপা হয়?
Pitot tube দ্বারা তরলের গতিবেগ নির্ণয় করা হয়।
ভেলোসিটি
প্রবাহ
চাপ
আয়তন
665. সমুদ্র পৃষ্ঠে বাতাসের স্বাভাবিক চাপ কত?
72 cm
76 cm
80 cm
90 cm
666. পানি turbidity কীসের পরিমাপক?
Turbidity মূলত পানির আবিলতা/অস্বচ্ছতা পরিমাপ করাকে বুঝায়।
ভাসমান বস্তুর
দ্রবীভূত বস্তুর
পানির অম্লতা
পানির ক্ষারতা
667. নিচের কোনটি অনমনীয় বাঁধের উদাহরণ নয়?
অনমনীয় বাঁধগুলো হচ্ছে- কংক্রিটের বাঁধ, রিইনফোর্সড কংক্রিট বাঁধ, ম্যাসনরি বাঁধ, আর্চ বাঁধ, ইস্পাতের বাঁধ, কাঠের বাঁধ।
ম্যাসনারি বাঁধ
কংক্রিটের বাঁধ
সয়েল বাঁধ
ইস্পাত বাঁধ
কোনোটিই নয়
668. Poise কীসের একক?
1 poise = 1 dyn.s/cm²
Surface tension
Viscosity
Pressure
Shear stress
669. দুটি নলকূপের Individual discharge যথাক্রমে Q1 এবং Q2. নলকূপ দুটির একত্রিত discharge কত হবে?
প্রথম নলকূপের discharge 'Q।' এবং দ্বিতীয় নলকূপের discharge 'Q' হলে, দুই নলকূপের একত্রে discharge, Q=Q+Q₂ হবে।
Q1+Q2
>(Q+Q2)
<(Qi + Q2)
কোনোটিই নয়
670. Surface tension-এর একক কোনটি?
কোনো তরলের উপর তার চেয়ে কম ঘনত্বের কোনো বস্তু রাখলে এর তল বরাবর সংকুচিত হওয়াকে Surface tension বলে। পানির পৃষ্ঠটান 72 dyne/cm : 72 dyne/cm = 72 x103 N/m = 0.072 N/m
N
N/m
N/m^2
N/m^3
671. একটি পাত্রে 1m পানির উপর 50cm তেলের (sp. gravity 0.8) স্তর আছে। পাত্রের তলদেশে চাপ কত?
P=w_(1s_1 ) h_1+w_(2s_2 ) h_2 =1x9.81 x1+ 9.81 x0.8x0.5=14 kN/m^2
4kN/m^2
10 kN/m^2
12 kN/m^2 4kN/m^2
14 kN/m^2 4kN/m^2
672. চেজির সূত্রের সাহায্যে নির্গমনের সূত্র-
বেজিনের সূত্রের সাহায্যে Weir-এর মধ্য দিয়ে প্রবাহের পরিমাণ নির্ণয় করা হয়। সূত্র, Q = mL√28 3/H^2 এখানে, m = বেজিনের ধ্রুবক L = Weir-এর প্রকৃত দৈর্ঘ্য H = তরল বা পানির হেড চেজির নির্গমন সূত্র হতে, Q = AV = AC√mi [V=C√mi]
AC√mi
AC√m/i
AC√m
AC√m/c
673. হাইড্রোলিক প্রেস কোন সূত্রের উপর কাজ করে?
প্যাসকেলের সূত্র: আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশের উপর বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছু মাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে।
বার্নলির সূত্র
প্যাসকেলের সূত্র
নিউটনের সূত্র
রনের সূত্রকায়
কোনোটিই নয়
674. বিভিন্ন রকম প্রবাহ নির্ণয়ের জন্য নিচের কোন নচ প্রযোজ্য?
ভি-নচের সুবিধা- i) ভি-নচের ক্ষেত্রে নির্গমন নির্ণয়ের জন্য শুধুমাত্র গভীরতা বা হেড (H) এর প্রয়োজন হয়। (ii) একই মাপের ভি-নচ দিয়ে বিভিন্ন ধরনের প্রবাহের পরিমাপ সঠিকভাবে নির্ণয় করা যায়।
ভি-নচ
আয়তাকার
স্টেপড
ট্রাপিজিয়াম
675. আয়তন অনুযায়ী বাতাসে অক্সিজেনের পরিমাণ প্রায়-
৫০%
৩৫%
৩০%
২৫%
676. SI পদ্ধতিতে চাপের মৌলিক এক N/mm² এটি কী নামে পরিচিত?
SI পদ্ধতির চাপের মৌলিক একক N/m² = Pa এবং N/mm² = MPa
MPa হিসাবে
poise হিসাবে
Stoke হিসাবে
কোনোটিই নয়
677. আয়তাকার চ্যানেলের ক্ষেত্রে সর্বোচ্চ নির্গমন তখনই ঘটে যখন পানির গভীরতা প্রন্থের-
আয়তাকার চ্যানেলের ক্ষেত্রে সর্বোচ্চ নির্গমন তখনই ঘটে যখন পানির গভীরতা প্রন্থের অর্ধেক হয় অর্থাৎ আয়তাকার চ্যানেলের মধ্যে দিয়ে অধিক নির্গমন ও গতিবেগের জন্য প্রযোজ্য শর্ত হলোঃ b = 2d এবং m =d/2 ব্যবহার করা বাঞ্ছনীয়।
সমান
অর্ধেক
তিনগুণ
দ্বিগুণ
678. Ventilation এর উদ্দেশ্যে ব্যবহৃত pipe -কে বলা হয়-
Soil pipe
Waste pipe
Vent pipe
Siphon pipe
679. Kinematic viscosity-এর একক কী?
SI এককে Kinematic viscosity-এর একক m²/s।
m²/sec
sec/m²
sec/m³
kg. sec/m²
680. পানির স্তম্ভের হিসাবে বায়ুমন্ডলীয় চাপ -এর পরিমাণ-
৭.৫ মি.
৮.৫ মি.
৯.৮১ মি.
১০.৩০ মি.