642. যে যন্ত্রের সাহায্য বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করা হয় তার নাম- [DWASA-20, SGCL-23]
ব্যাখ্যা: বাতাসের চাপকে বায়ু মণ্ডলীয় চাপ বলে। যে যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করা হয়, তাকে ব্যারোমিটার বলে।
ট্যাকোমিটার: এর সাহায্যে প্রতি মিনিটে ঘূর্ণন, রক্তপ্রবাহের হার নির্ণয় করা হয়।
ওহমমিটার: এর সাহায্যে পদার্থের বৈদ্যুতিক রোধকতা নির্ণয় করা হয়।