598. বায়বীয় প্রবাহীর চাপ পরিমাপের জন্য ব্যবহৃত হয়-
ব্যাখ্যা: (ক) ম্যানোমিটার: তরলের চাপ পরিমাপে এটি ব্যবহৃত হয়। এটি পিজোমিটারের উন্নত রূপ।
(খ) ব্যারোমিটার: বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করার যন্ত্রকে ব্যারোমিটার বলে।
(গ) অ্যাভোমিটার: এক ধরনের বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র, যার সাহায্যে এসি ও ডিসি কারেন্ট, এসি ও ডিসি ভোল্টেজ, রেজিস্ট্যান্স পরিমাপ করা হয়।
(ঘ) পিজোমিটার: এটি এক ধরনের প্রেসার গেজ বা চাপমান যন্ত্র, যা তরল পদার্থপূর্ণ পাইপ বা পাত্রের চাপ মাপার জন্য ব্যবহার করা হয়। পিজোমিটার-এর সাহায্যে নেগেটিভ প্রেসার মাপা অসুবিধাজনক ও গ্যাসের চাপ নির্ণয় করা যায় না।