Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

Bangla MCQ
361. বিভক্তিহীন নাম-শব্দকে কী বলে? নাম-
পদ
মৌলিক শব্দ
কৃদন্ত শব্দ
প্রাতিপদিক
362. মীর মশারফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে:
আলালের ঘরের দুলাল
হুতোম প্যাচার নক্সা
কলিকাতা কমলালয়
গাজী মিয়ার বস্তানী
363. গঠন অনুসারে বাংলা বাক্য কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
364. "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী"- গানটির রচয়িতা কে?
আবদুল গাফফার চৌধুরী ছিলেন একজন বাংলাদেশি গ্রন্থকার, কলাম লেখক। তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান 'আমার ভাইয়ের রক্তে রাঙানো' এর রচয়িতা। স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারের মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা 'সাপ্তাহিক জয় বাংলা'র প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন।
শামসুর রাহমান
হাসান হাফিজুর রহমান
আলতাফ মাহমুদ
আবদুল গাফফার
365. 'ডাকাবুকো' শব্দটির অর্থ কী?
'ডাকাবুকো' প্রবাদটির অর্থ নির্ভীক, সাহসী। এমন ডাকাবুকো ছেলে না হলে এ কাজ সমাধা হতো না।
ভীরু
সাহসী
স্বাস্থ্যবান
রুগ্ন
366. অনুসন্ধান করার ইচ্ছাকে কী বলে?
অনুচিকির্যা
অনুসন্ধিৎসা
প্রতিচিকির্ষা
অনুচ্চার্য
367. 'বিদ্যালয়' শব্দটির সন্ধি বিচ্ছেদ কী?
স্বরধ্বনির সাথে স্বরধানির মিলনকে স্বরসন্ধি বলে। যেমন- বিদ্যা + আলয় = বিদ্যালয়, হিম আলয় হিমালয়।
বিদ্যা + আলয়
বিদ্যা + লয়
বিদ + আলয়
কোনোটিই নয়
368. কাঠ সিজনিং কেন করা হয়?
উপরের সবগুলোই সঠিক উত্তর। কাঠের শক্তি বৃদ্ধি, অতিরিক্ত ওজন হ্রাস, কার্যোপযোগিতা বৃদ্ধি, স্থায়িত্ব বৃদ্ধি, ফাটল রোধের জন্য সিজনিং করা হয়।
সৌন্দর্যের জন্য
শক্ত করার জন্য
স্থায়িত্বের জন্য
ফাটল রোধের জন্য
369. দুরবস্থা' শব্দটি সন্ধি বিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায়?
দূর + বস্থা
দুর + বস্থা
দুর + অবস্থা
দুঃ+অবস্থা
370. 'উপকার করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ কী? [
উপকারিচ্ছ
উপকারী
সাহায্যকারী
উপচিকীর্ষা
371. 'বীরবল' কার ছদ্মনাম?
প্রমথ চৌধুরী (৭ আগস্ট ১৮৬৮-২ সেপ্টেম্বর ১৯৪৬) বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক, যিনি বিংশ শতাব্দীর প্রথম ভাগে সক্রিয় ছিলেন। তিনি ছিলেন একাধারে প্রাবন্ধিক, কবি ও ছোটো গল্পকার। ৩২ বীরবল ছদ্মনামও তিনি ব্যবহার করেছেন।
প্রমথনাথ বিশী
প্রেমেন্দ্র মিত্র
প্রমথ চৌধুরী
প্রমথনাথ বসু
372. কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে?
আষাঢ়
আঘাটা
আয়না
আনন
373. বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে?
সুনীতিকুমারের মতে বাংলা ভাষা এসেছে মাগধী প্রাকৃত থেকে দশম শতাব্দীতে। গৌড়ীয় প্রাকৃত থেকে বাংলা ভাষা এসেছে সপ্তম শতাব্দীতে এটি বলেছেন ড. মুহাম্মদ শহীদুল্লাহ।
সংস্কৃত
প্রাকৃত
পালি
তেওরীয়
374. 'রূপসী বাংলার কবি' কাকে বলা হয়?
বাংলার প্রকৃতি নিয়ে কবিতা রচনার কারণে জীবনানন্দ দাশকে রূপসী বাংলার কবি বলা হয়। এ ছাড়াও বাংলা সাহিত্যে নির্জনতার, তিমির হননের ও ধূসরতার কবি হিসেবে তিনি পরিচিতি।
কালিদাস রায়
জীবনানন্দ দাশ
সত্যেন্দ্রনাথ দত্ত
জসীম উদ্দীন
375. ভারতবর্ষে কোন সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয়?
চিরস্থায়ী বন্দোবস্ত হলো এক ধরনের ভূমি রাজস্ব বা কর ব্যবস্থা। লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ সালে এ প্রথা প্রবর্তন করেন। এই চুক্তির মাধ্যমে রাজস্ব পরিশোধের বিনিময়ে বাংলা, বিহার ও উড়িষ্যার জমিদারদের জমির ওপর স্থায়ী মালিকানা দেওয়া হয়।
১৭৮৩ সালে
১৭৮৮ সালে
১৭৯৩ সালে
১৭৯৮ সালে
376. হিউম্যান ট্রাফিকিং বলতে কী বুঝায়?
মানব পাচার
দাবি আদায়ে দলবেঁধে রাস্তা আটকানো
মানব সম্পদ উন্নয়ন
ট্রাফিক কাজে স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োজিত থাকা
377. ক্রিয়াপদের সাথে সম্পর্কযুক্ত পদকে কী বলে?
কারক
বিভক্তি
সন্ধি
সমাস
378. জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের বিধান বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বিধৃত করা হয়েছে?
বাংলাদেশের সংবিধান ৪ক অনুচ্ছেদ অনুযায়ী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতির কার্যালয়, সরকারি ও আধা- সরকারি প্রতিষ্ঠান, বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলোতে সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে।
অনুচ্ছেদ-৭
অনুচ্ছেদ-৪
অনুচ্ছেদ-৪ক
অনুচ্ছেদ-৭
379. Sand pile কেন করা হয়?
Soil থেকে পানি নিষ্কাশনের জন্য
Vertical load নেয়ার জন্য
Soil compaction-এর জন্য
Horizontal load নেয়ার জন্য
380. 'কূলের সমীপে' এর সংক্ষেপ কি?
অনুকূল
প্রতিকূল
উপকূল
সমকূল