5507. ব্যুৎপত্তিগতভাবে (উৎসগত বিচারে / উৎপত্তি অনুসারে) বাংলা ভাষার শব্দকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? (সওজের উপ-সহকারী প্রকৌশলী। ২২/ সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক: ১৯/ সোনালী ও জনতা ব্যাংকের সিনিয়র অফিসার: ১৮)
ব্যাখ্যা: উল্লেখ্য, নবম-দশম শ্রেণির নতুন ব্যাকরণ অনুসারে উৎপত্তি অনুসারে বাংলা শব্দসমূহকে ৪ ভাগে ভাগ করা যায়। যথা: তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ ও বিদেশি শব্দ।