ব্যাখ্যা তড়িৎচৌম্বক বিকিরণের তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা 10-m থেকে 5 x 10m হলে সেটি বেতার তরঙ্গ বা রেডিও ওয়েভ। বেতার তরঙ্গের কয়েকটি উপবিভাগ হলো মাইক্রোওয়েভ বা মাইক্রো তরঙ্গ, রাডার তরঙ্গ এবং টেলিভিশন তরঙ্গ। দূরবর্তী স্থানে শব্দ বা ছবি প্রেরণের জন্য বেতার তরঙ্গ ব্যবহার করা হয়। সুতরাং টেলিভিশনে রেডিও ওয়েভ তরঙ্গ ব্যবহৃত হয়।
ব্যাখ্যা বাতাস বা বায়ু যে উপাদানগুলো নিয়ে গঠিত তার মধ্যে অক্সিজেন প্যারাচুম্বকীয় পদার্থ এবং নাইট্রোজেন, আর্গন, কার্বন ডাই-অক্সাইড হলো ডায়াচুম্বকীয় পদার্থ। অক্সিজেনের প্যারাচুম্বকীয় বৈশিষ্ট্য অন্যান্য গ্যাসগুলোর ডায়াচুম্বকীয় বৈশিষ্ট্যের তুলনায় অনেক বেশি শক্তিশালী। তাই সামগ্রিকভাবে বায়ুকে প্যারাচুম্বকীয় পদার্থ হিসেবে বিবেচনা করা হয়।
ব্যাখ্যা বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টাইনার ১৯০০ সালে মানুষের রক্তের গ্রুপ আবিষ্কার করেন। অ্যান্টিজেন ও অ্যান্টিবডির উপস্থিতির ওপর ভিত্তি করে মানবদেহের রক্তকে চারটি গ্রুপে ভাগ করা হয়। যথা- A, B, AB O'O' রক্তের গ্রুপকে সর্বজনীন দাতা এবং 'AB' গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলা হয়।
ব্যখ্যা কোনো মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে ঐ মৌলের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বলা হয়। আর্সেনিকের পারমাণবিক সংখ্যা ৩৩।
ব্যাখ্যা উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম ট্যাকোমিটার। উচ্চতা নির্ণায়ক যন্ত্র অলটিমিটার, মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র ওডোমিটার এবং শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র অডিওমিটার।
ব্যাখ্যা মানুষের দেহকোষে ক্রোমোজোম ২৩ জোড়া বা ৪৬টি। এদের মধ্যে ২২ জোড়া অটোজোম, যা সব পুরুষ ও স্ত্রীলোকের মধ্যে একই। বাকি ১ জোড়া হলো সেক্স বা লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম, যা স্ত্রী ও পুরুষ দেহে ভিন্ন ভিন্ন।