Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
481. নিচের কোনটি বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র?
[Note: মজুতের দিক থেকে বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র হলো রশিদপুর গ্যাসক্ষেত্র। এটি ১৯৬০ সালে হবিগঞ্জে পাকিস্তান শেলওয়েল কোম্পানি কর্তৃক আবিষ্কৃত হয়। আর বাংলাদেশের প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কার হয় ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে। এ গ্যাসক্ষেত্র থেকে প্রথম গ্যাস উত্তোলন হয় ১৯৫৭ সালে। উল্লেখ্য, ইলিশা-১ হচ্ছে ভোলায় আবিষ্কৃত দেশের ২৯তম ও সর্বশেষ গ্যাসক্ষেত্র।
বাখরাবাদ
হরিপুর
তিতাস
হবিগঞ্জ
482. নিচের কোনটি চার্লসের সূত্র?
ব্যাখ্যা চার্লসের সূত্র হচ্ছে 'স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর পরম বা কেলভিন তাপমাত্রার সমানুপাতিক।' চাপ ও ভর স্থির থাকলে এবং আয়তন= V ও তাপমাত্রা = T হলে সূত্রানুসারে লেখা যায়, V∞T।
V∞T
PV=KV
n
P=T
483. 'Elephant Pass' অবস্থিত-
থাইল্যান্ড
দক্ষিণ আফ্রিকা
শ্রীলঙ্কা
মালয়েশিয়া
484. ভূমিকম্প সংঘটন বিন্দুর সরাসরি উপরে ভূপৃষ্ঠস্থ বিন্দুকে বলে-
ব্যাখ্যা ভূ-অভ্যন্তরে বিদ্যমান টেকটোনিক প্লেটসমূহের ধাক্কার ফলে তৈরি ফাটলকে ফল্ট বলে। এসব ফাটলের ফলে উৎপন্ন হয় সিসমিক ওয়েভ। ভূ-অভ্যন্তরের যে স্থান থেকে সিসমিক ওয়েভ সৃষ্টি হয় তাকে বলে ফোকাস বা হাইপোসেন্টার। আর এই হাইপোসেন্টার থেকে সরাসরি উপরে ভূপৃষ্ঠস্থ বিন্দুকে বলে এপিসেন্টার।
ফোকাস
ফ্রাকচার
ফল্ট
এপিসেন্টার
485. ফেসবুকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ব্যাখ্যা সামাজিক যোগাযোগের অন্যতম ও জনপ্রিয় মাধ্যম যাত্রা শুরু হয় ৪ ফেব্রুয়ারি ২০০৪। মার্ক জাকারবার্গ এটি প্রতিষ্ঠা করেন। জনপ্রিয় এই প্ল্যাটফর্মটির সদর দপ্তর অবস্থিত ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে।
সিয়াটল
ক্যালিফোর্নিয়া
ওয়াশিংটন
নিউইয়র্ক
486. তিব্বত একটি-
ব্যখ্যা উপত্যকা হলো দুইটি পাহাড়ের মধ্যে অবস্থিত। সমতল বা অসমতল এবং ঢালু প্রশস্ত ভূমিক্ষেত্র, যার ভিতর দিয়ে নদী প্রবাহিত হতেও পারে আবার নাও হতে পারে। অন্যদিকে, তিনদিকে জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে উপদ্বীপ বলে। যেমন- কোরীয় উপদ্বীপ অন্যদিকে, চারদিকে জল দ্বারা পরিবেষ্টিত ভূখণ্ডকে দ্বীপ বলে। যেমন- বোর্নিও। সুতরাং সঠিক উত্তর হবে। তিব্বত একটি উপত্যকা।
উপত্যকা
দ্বীপ
উপদ্বীপ
মরুভূমি
487. HPLC-এর পূর্ণরূপ কী?
High Pressure Liquid Chromatography
High Power Liquid Chromatography
High Plant Liquid Chromatography
High Performance Liquid Chromatography
488. গ্রীন হাউস গ্যাসের কোন গ্যাস বর্তমানে বৃদ্ধি পাচ্ছে না?
কার্বন ডাই-অক্সাইড
মিথেন
সিএফসি
নাইট্রাস অক্সাইড
489. উত্তর গোলার্ধে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের বায়ু প্রবাহিত হয়-
ব্যাখ্যা উত্তর গোলার্ধে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের বায়ু ঘড়ির কাঁটার বিপরীতে অর্থাৎ বামবর্তে বা উত্তরাভিমুখী এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ দক্ষিণাবর্তে প্রবাহিত হয়।
ঘড়ির কাঁটার দিকে
ঘড়ির কাঁটার বিপরীতে
সোজা
কোনোটিই সঠিক নয়
490. 'ভিক্টোরিয়া ডেজার্ট' কোথায় অবস্থিত?
ব্যাখ্যা ভিক্টোরিয়া ডেজার্ট বা গ্রেট ভিক্টোরিয়া ডেজার্ট হলো দক্ষিণ ও পশ্চিম অস্ট্রেলিয়ার সমতল তৃণভূমি, নোনা হ্রদ, বালির স্তূপ এবং মুড়ি পাথরের ঘন সন্নিবিষ্ট অঞ্চল নিয়ে অবস্থিত অস্ট্রেলিয়ার বৃহত্তম মরুভূমি। এর আয়তন প্রায় ৪,২২,৪৬৬ বর্গকিমি। ভিক্টোরিয়া মরুভূমিতে তুলনামূলকভাবে অনেক বজ্রঝড় হয়। উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর 'গ্রেট ব্যারিয়ার রিফ' অস্ট্রেলিয়ার পূর্বে প্রশান্ত মহাসাগরে অবস্থিত। তাছাড়া বিশ্বের বৃহত্তম মরুভূমি 'সাহারা মরুভূমি' আফ্রিকা মহাদেশে অবস্থিত।
কানাস্তা
পশ্চিম আফ্রিকা
নর্থ আমেরিকা
অস্ট্রেলিয়া
491. নিচের কোনটি সিরামিক উপাদানের প্রধান কাঁচামাল?
ব্যাখ্যা সিরামিক বলতে মৃৎশিল্প, টেবিলসামগ্রী, চীনামাটির বাসনপত্র, স্যানিটারিসামগ্রী, ঘরসজ্জার চীনামাটির পাত্র ইত্যাদিকে বোঝায়। সিরামিকসামগ্রী উৎপাদনের প্রধান তিনটি কাঁচামাল হচ্ছে: (i) চায়না কে (কেওলিন বা কাদা মাটি), (ii) সিলিকা (SiO₂) বা কোয়ার্টজ বা ফ্রিন্ট এবং (iii) ফেলম্পার (felspar)।
SiO2
Na₂CO3
Fe2O3
NaNO3
492. নিচের কোনটি প্রাইমারি দূষক?
ব্যাখ্যা যে সকল পদার্থ পরিবেশ দূষণের জন্য দায়ী তাদেরকে দূষক বলে। যেসব দূষক কোনো উৎস থেকে নির্গত হয়ে অপরিবর্তিত অবস্থায় পরিবেশে মিশে দূষণ ঘটায় তাদের প্রাইমারি দূষক বলে। যেমন- SO2, NO, NO2, CO, CO₂, হাইড্রোকার্বনসমূহ, ছাই, ধুলিকণা ইত্যাদি। প্রাইমারি দূষক থেকে সৃষ্ট দূষকগুলোকে সেকেন্ডারি দুষক বলে। যেমন SO3, NO2, N2O5 HNO3, H2SO4 ইত্যাদি।
HNO3
SO2
NO
NO2
493. কোন নদীটির উৎপত্তিস্থান বাংলাদেশ?
ব্যাখ্যা এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হিসেবে পরিচিত হালদা নদী বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের বাদনাতলী পাহাড় হতে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। অপরদিকে, কর্ণফুলি নদীর উৎপত্তিস্থল ভারতের মিজোরামের লুসাই পাহাড়ের লংলেহ উপত্যকা। নাফ নদীর উৎপত্তিস্থল মিয়ানমারের আরাকান পাহাড় এবং মেঘনা নদীর উৎপত্তিস্থল ভারতের মণিপুর রাজ্যের লুসাই পাহাড়ে।
কর্ণফুলি
নাফ
মেঘনা
হালদা
494. কোনটি প্রাচীন সভ্যতা?
গ্রিস
মেসোপটেমিয়া
রোম
সিন্ধু
495. কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়?
ব্যাখ্যা ১৯৫৭ সালের ২৫ মার্চ ইউরোপের ছয়টি দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যা 'রোম চুক্তি' নামে পরিচিত। এই চুক্তির ফলে ইউরোপীয় অর্থনৈতিক সম্প্রদায় আত্মপ্রকাশ করে। ১৯৯২ সালের ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের ম্যাসট্রিক্টে ইউরোপীয় সম্প্রদায়ের সদস্যদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের ফলে ১২টি দেশ নিয়ে ১৯৯৩ সালের ১ নভেম্বর যাত্রা শুরু করে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের অভিন্ন একক মুদ্রা হলো ইউরো, যা ১৯৯৯ সালে চালু হয়। বর্তমানে ২৭টি দেশের মধ্যে ২০টিতে এই মুদ্রা চালু আছে। সাইপ্রাস, এস্তোনিয়া ও মাল্টা তিনটি দেশ একই সালে তথা ২০০৪ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগদান করেন।
সাইপ্রাস
আলজেরিয়া
ইস্টোনিয়া
মাল্টা
496. পানিতে দ্রবীভূত অক্সিজেন কোথায় অবস্থান করে?
পানির উপরিভাগে
পানির মধ্যভাগে
পানির আন্তঃআণবিক স্থানে
পানির তলদেশে
497. সোডিয়াম ক্লোরাইড (NaCl) কেলাসের গঠন কীরূপ?
পৃষ্ঠতল-কেন্দ্রিক ঘনকাকৃতির
দেহ-কেন্দ্রিক ঘনকাকার
সংঘবদ্ধ-ঘনকাকার
সংঘবদ্ধ ষড়কৌণিক আকার
498. বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?
১৫০ নটিক্যাল মাইল
২০০ নটিক্যাল মাইল
২৫০ নটিক্যাল মাইল
৩০০ নটিক্যাল মাইল
499. বাংলাদেশে সিডর কখন আঘাত হানে?
১৫ নভেম্বর ২০০৭
১৬ নভেম্বর ২০০৭
১৭ নভেম্বর ২০০৭
১৮ নভেম্বর ২০০৭
500. বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচাইতে বেশি গ্রিন হাউস গ্যাস নির্গত হয়?
ব্যাখ্যা Climate Analysis Indicators Tool (CAIT)-এর রিপোর্ট অনুযায়ী ২০১৯ সালে বিদ্যুৎ ও তাপ উৎপাদন থেকে ১৪ বিলিয়ন টনের ওপর গ্রিন হাউজ গ্যাস নির্গত হয় যেখানে পরিবহণ থেকে ৮ বিলিয়ন টন এবং শিল্প থেকে ৩ বিলিয়ন টন গ্যাস নির্গত হয়।
পরিবহণ
বিদ্যুৎ ও তাপ উৎপাদন
ভবন নির্মাণ
শিল্প