Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
501. ১৯৪৮-১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় 'ভাষা দিবস' হিসেবে কোন দিনটি পালন করা হতাকে?
২৫ শে জানুয়ারি
১১ ই ফেব্রুয়ারি
১১ই মার্চ
২৫ শে এপ্রিল
502. ২০২২ সালে G-20 শীর্ষ বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়?
সিঙ্গাপুর
জাকার্তা
ম্যানিলা
বালি
503. কোথায় আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত?
টোকিও
ম্যানিলা
ভারত
নেপাল
504. যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট কে ছিলেন?
ব্যাখ্যা: ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ২০১৬ সালের নির্বাচনে রিপাবলিকান পার্টি হতে নির্বাচিত। হন। বিল ক্লিনটন, রিচার্ড নিক্সন ও জন এফ. কেনেডি ছিলেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের ৪২তম, ৩৭তম ও ৩৫তম প্রেসিডেন্ট। উল্লেখ্য, ২০২০ সালের নির্বাচনে জো বাইডেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে বয়োজ্যেষ্ঠ এবং ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে ডেমোক্রেটিক পার্টি হতে নির্বাচিত হন।
রিচার্ড নিক্সন
কেনেডি
বিল ক্লিনটন
ডোনাল্ড ট্রাম্প
505. পৃথিবীর গভীরতম স্থান:
ম্যারিয়ানা ট্রেঞ্চ
ডেড সী
বৈকাল হ্রদ
লোহিত সাগর
506. কৃষিক্ষেত্রে রবি মৌসুম কোনটি?
কার্তিক, ফাল্গুন
চৈত্র-বৈশাখ
ভাদ্র- অশ্রহায়ণ
শ্রাবণ, আশ্বিন
507. TIFA-এর পূর্ণরূপ কী?
Trade for International Finance Agreement
Trade and Investment Framework Agreement
Treaty for International Free Area
Trade and Investment form America
508. D-8 Organization for Economic Cooperation বা D8 এর দশম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
আবুজা
ঢাকা
তেহরান
ইস্তাম্বুল
509. Complete the sentence. If I were you, I take the money
shall
will
would
may
510. কোথায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত?
ব্যাখ্যা ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক বা European CentralBank (ECB)-এর সদর দপ্তর জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে। অবস্থিত। এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ করে এবং ইউরোজোনের আর্থিক নীতি পরিচালনা করে। ১৯৯৮ সালে অ্যামস্টারডাম চুক্তির মাধ্যমে ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশ এর সদস্য। উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর অবস্থিত বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে।
লন্ডন
প্যারিস
ব্রাসেলস
ফ্রাঙ্কফুর্ট
511. 'বেল্ট অ্যান্ড রোড' কার্যক্রম শুরু হয়:
ব্যাখ্যা: চীনা উদ্যোগ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) হচ্ছে এশীয় বিশ্বায়নের কর্মসূচি, যার কার্যক্রম শুরু হয় ২০১৩ সাল থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নব্বই দশকের গোড়ার বিশ্বায়নকে বলা হচ্ছে বিশ্বায়ন ১.০। আর বিআরআই প্রকল্প পুরোদমে বাস্তবায়িত হলে এটি হয়ে উঠবে বিশ্বায়ন ২.০। বিআরআই মূলত একুশ শতাব্দীর বৃহত্তম উন্নয়ন প্রকল্প যাতে বিশ্বের সবচেয়ে বেশি দেশ (৬৮টি), ৬০ শতাংশ বিশ্ব জনসংখ্যা এবং ৪০ শতাংশ জিডিপি নিয়ে গঠিত। 'বিআরআই' প্রকল্পের নাম প্রথমে ছিল 'ওয়ান বেল্ট ওয়ান রোড (OBOR)। কিন্তু, 'ওয়ান' বা একক কথাটার মধ্যে একাধিপত্যের লক্ষণ থাকায় বিআরআই নামকরণ করা হয়।
২০০০ সালে
২০০১ সালে
২০১৩ সালে।
২০১৬ সালে
512. বাংলাদেশের বর্তমান সভাপতির পূর্বে কোন দেশ CVF- এর সভাপতি ছিল?
মার্শাল আইল্যান্ড
মালদ্বীপ
গ্রানাডা
বাহাম
513. ভারত কর্তৃক সিকিম সংযুক্ত হয়-
ব্যখ্যা ১৯৭৫ সালে স্বাধীন রাষ্ট্র সিকিমের স্বাধীনতার সূর্য আজীবনের জন্য অস্তমিত হয়, সিকিমের তৎকালীন প্রধানমন্ত্রী লেন্দুপ দর্জির বিশ্বাসঘাতকতা এবং ভারতের গোয়েন্দা সংস্থা 'RAW'-এর ষড়যন্ত্রের পথ ধরে। ২৬ এপ্রিল ১৯৭৫ ভারতের ২২তম প্রদেশ হিসেবে সিকিম অন্তর্ভুক্ত হয়। কাঞ্চনজঙ্খার পাদদেশে অবস্থিত ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য সিকিম প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি।
১৯৭০
১৯৭২
১৯৭৫
১৯৭৭
514. Would you please find out Bangladesh map? the
in
on
over
at
515. চীন-ভারত যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
ব্যাখ্যা ২৩ অক্টোবর ১৯৬২ চীনের সেনারা উত্তর-পূর্বা ভারতের হিমালয় অঞ্চলে ভারতীয় সীমান্তে ঢুকে। গোলাবর্ষণ শুরু করে। ঐ যুদ্ধে ভারত শোচনীয়ভাবে পরাস্ত হয়েছিল। চীন-ভুটান সীমান্তবর্তী এলাকাটি তখন নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি বা এনইএফএ নামেই পরিচিত ছিল। বর্তমানে এ অঞ্চলে ভারতের অরুণাচল প্রদেশ অবস্থিত। চীন এই অরুণাচল দাবি করে আসছে নিজেদের বলে
১৯৫৯
১৯৬০
১৯৬২
১৯৬৩
516. যদি ICE: COLDNESS, Your EARTH: ?
weight
jungle
sea
Gravity
517. বাঙ্গালি উপভাষা অঞ্চল কোনটি?
নন্দীয়া
ত্রিপুরা
পুরুলিয়া
বরিশাল
518. Giving someone the cold shoulder" means-
To torture somebody
To harm somebody
To Appreciate somebody
To ignore somebody
519. 'বান্দা আচেহ' কোথায় অবস্থিত?
ইন্দোনেশিয়া
থাইল্যান্ড
ফিলিপাইন
কম্বোডিয়া
520. Liza had given me two
pair of jean
pairs of jean
pair of jeans
pairs of jeans