203. সাধুরীতি শব্দ কোনটি?
তথ্য: সাধু শব্দের অর্থ শিষ্ট, ভদ্র বা মার্জিত। বাংলা গদ্য সাহিত্যের শুরু থেকে শিষ্ট জনেরা এ ভাষায় সাহিত্য চর্চা করতেন। তৎসম বা সংস্কৃত শব্দ সাধুরীতি শব্দ। এ শব্দ কোনো রুপ পরিবর্তন ছাড়াই সরাসরি বাংলা ভাষায় গৃহীত হয়েছে। যেমন: চন্দ্র, সূর্য, গ্রহ, গৃহ, ক্ষেত্র, কর্ণ ইত্যাদি। উত্তর: (গ)