ব্যাখ্যা: শিকল জরিপ ভূমি জরিপের জন্য শিকল জরিপ সবচেয়ে সহজ । যে জায়গায় জরিপ করতে হবে তা কতকগুলো ত্রিভূজে ভাগ করে নিতে হয় এবং ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য শিকল দিয়ে মাপ করা হয়।
সঠিক উত্তর: খ. সমতল
ব্যাখ্যা: কাঠামোর বেইজকে ধাপে ধাপে চওড়া কওে কাঠামোর লোডকে অনেকখানি এলাকাজুড়ে ছড়িয়ে দেবার জন্য যে ভিত্তি ব্যবহার করা হয়, তাই স্প্রেড ফুটিং সঠিক উত্তর: ঘ. স্প্রেড ফুটিং
তথ্য: নাটোর শহর হতে ৩ কিলোমিটান উত্তরে এক মনোরম পরিবেশে ইতিহাস বিখ্যাত দিঘাপতিয়া রাজবাড়ী তথা উত্তরা গণভবন অবস্থিত। নাটোরের রাণী ভবানী তাঁর নায়েব দয়ারামের উপর সন্তুষ্ট হয়ে তাকে দিঘাপতিয়া পরগণা উপহার দেন।