121. হালকা পুরুত্বের কাঠের পাতকে কী বলা হয়?
ব্যাখ্যা: ১.৫ মিমি থেকে ৬ মিমি পুরু করে চেরাই করা পাতলা কারঠর পাতকে ভিনিয়ার বলে। সাধারণত মুল্যবান কাঠ যেমন- সেগুন, মেহগনি ইত্যাদি কাঠ থেকে ভিনিয়ার সংগ্রহ করা হয়। এগুলো বিভিন্ন শোভাবর্ধন কাজে ব্যবহার করা হয়। কাঠের লগ হতে, ধারালো অস্ত্রের সাহায্যে বিশেষ প্রক্রিয়ায় খুব কম পুরুত্বের (০.৪-০.৬ মি: মি:) পাত তুলে নেয়া হয়। একে ভিনিয়ার বলে। সঠিক উত্তর: গ.