তথ্য: কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি কবিতাটি ভাষা আন্দোলন নিয়ে লিখিত প্রথম কবিতা। এই জন্য কবিতাটিকে একুশের প্রথম কবিতাও বলা হয়। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি কবিতাটি রচনা করেন ভাষাসৈনিক মাহবুব উল আলম চৌধুরি।
106. সাম্প্রতিক দুটি বড় গ্যাসক্ষেত্র বাংলাদেশের কোন জেলায় আবিষ্কৃত হয়েছে?
তথ্য: ভোলার উত্তর প্রান্তে ভেদুরিয়া নামক স্থানে নতুন ক্ষেত্রটি আবিষ্কৃত হয়েছে বাপেক্সের ত্রিমাত্রিক ভূকম্পন জরিপের (থ্রি ডি সাইসমিক সার্ডে) তথ্যের ভিত্তিতে। এটি দেশে আবিষ্কৃত ২৭ তম গ্যাসক্ষেত্র। ক্ষেত্রটির নাম দেওয়া হয়েছে' ভোলা নর্থ'।
109. Which one of the following is written by William Shakespeare?
তথ্য: রোমিও অ্যান্ড জুলিয়েট (ইংরেজি: Romeo and Juliet) হচ্ছে প্রখ্যাত সাহিত্যিক উলিয়াম শেকসপিয়ার রচিত একটি বিয়োগান্তক নাটক, যা গড়ে উঠেছে দুজন প্রেমিক প্রেমিকাকে কেন্দ্র করে। পরবর্তীকালে তাদের মৃত্যু বিবাদমান দুই পরিবারকে একত্রিত করে।
111. The construction of a temporary structure required to support an unsafe structure is called (বিপদগামী কাঠামোকে ঠেকনা দেবার জন্য যে অস্থায়ী কাঠামো নির্মাণ করা হয় তাকে বলে)
ব্যাখ্যা: বিপদগ্রন্থ কাঠামোকে সাপোর্ট দেবার জন্য এবং এর দূর্বল ভিত্তিকে শক্তিশালী করার জন্য বাঁশ বা স্টিলের তৈরি যে সাপোর্ট বা ঠেকনা দেওয়াল নিমাণ করা হয় তাকে শেরিং বলে। এককথায় বিপদগ্রস্থ কাঠামোকে ঠেকনা দেবার জন্য যে অস্থায়ী কাঠামো নির্মাণ করা হয় তাকে শেরিং বলে।
সঠিক উত্তর: গ.
114. পানি পথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে রচিত নাটক কোনটি?
তথ্য: রক্তাক্ত প্রান্তর (১৯৬২): পানি পথের তৃতীয় যুদ্ধের কাহিনী এর মূল উপজীব্য। এতে তিনি যুদ্ধবিরোধী মনোভাব প্রকাশ করেন। নাটকটির জন্য তিনি ১৯৬২ সালে বাংলা একাডেমি পুরস্কার পান।নাটকটির পটভূমি হলো ১৯৫২ এর ভাষা আন্দোলন।
118. পদার্থের ভর ও শক্তি সম্পর্কিত E = MC² সূত্রটি আবিষ্কার করেন কে?
ব্যাখ্যা: পদার্থের ভর ও শক্তি সম্পর্কিত সূত্রটি হলো, কোন বস্তুকে আলোর বেগে গতিশীল করলে ঐ বস্তুর সমস্ত ভর শত্তিতে রুপান্তরিত হবে। আইনস্টাইন এই সূত্রটি আবিষ্কার করেন।
সঠিক উত্তর: খ.