Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
81. পদ্মাবতী কাব্যের রচয়িতা কে?
তথ্য: মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলিম কবি সৈয়দ আলাওল রচিত 'পদ্মাবতী' হিন্দি কবি মালিক মুহম্মদ জায়সীর 'পদুমাবৎ' কাব্যের অনুবাদ। 'পদ্মাবতী' তার অমর কীর্তি। এ কাব্যে বাড়বতা ও কাল্পনিকতার চমৎকার মিশেল আছে। বাস্তবতা ও আলৌকিকতার সংমিশ্রণে 'পদ্মাবতী' কাব্যেটি তিনি মাগন ঠাকুরের আদেশে রচনা করেন। তার রচিত কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ সয়ফুলমুলুক-বদিউজ্জামাল, হপ্তপয়কর, তোহফা, সিকান্দারনামা।
সৈয়দ সুলতান
আলাওল
বিদ্যাপতি
সাবিরিদ খাঁ
82. 'অসমাপ্ত আত্মজীবনী' বইটির প্রচ্ছদ শিল্পী কে?
তথ্য: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কতৃক রচিত 'অসমাপ্ত আত্মজীবনী 'গ্রন্থটি প্রকাশ করে 'দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড'। গ্রন্থটির ভূমিকা লেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ গ্রন্থটির প্রচ্ছদ শিল্পী সমর মজুমদার।
সমরিৎ রায় চৌধুরী
কাইয়ুম চৌধুরী
তারেক সুজাত
সমর মজুমদার
83. ১ থেকে ১০ এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়?
সঠিক উত্তর: ৪ টি তথ্য: এখানে, ১৯+১০=২; ২৯+১=৫; ২২+২৯=৮; ৩২+১২ = ১০. ২,৫,৮ এবং ১০ এই চারটি সংখ্যাকে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রুপে লেখা যায়।
৪ টি
৫ টি
২ টি
৩ টি
85. Choose the correct question tag to complete the sentence below: 'You have detected the problem already,-?
have you
didn't you
isn't it
haven't you
86. ভিটামিন সি এর অভাবে কোন ধরনের রোগ হয়?
তথ্য: দেহে ভিটামিন ডি এর অভাব দেখা দিলে রিকেটস রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। বেরিবেরি হচ্ছে ভিটামিন বি১ বা থায়ামিনের অভাবজনিত রোগ। বেরিবেরি শব্দটি এসেছে সিংহলি ভাষা থেকে, যার অর্থ' আমি পারি না'।' আমি পারি না' অর্থাৎ এ রোগের রোগী ভীষণ দুর্বল হয় এবং কোনো কাজ করতে পারে না। ভিটামিন এ এর ঘাটতির কারণে রাতকানা রোগ হতে পারে। সাধারনত টকজাতীয় খাদ্যে থাকে ভিটামিন সি। আর শরীরে এই ভিটামিন সি এর অভাব দেখা দিলে স্কার্ভি রোগ দেখা দেয়।
রিকেট
বেরিবেরি
রাতকানা
স্কার্ভি
87. . Big apple বলা হয় কোন শহরকে? (১২তম প্রভাষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা ২০১৫)
তথ্য: কিছুলোক আছে যারা বলে যে নামটি এমন কিছু ধনী পরিবার থেকে এসেছিল যেগুলি মহামন্দার সময় ধন- সম্পদের পতনের পরে শহরের রাস্তায় আপেল বিক্রি করতে বাধ্য হয়েছিল। এমনকি একটি গল্প আছে যা ১৯ শতকে ইভ নামে পরিচিত এক মহিলার মালিকানাধীন পতিতালয়ের মেয়েদের শহরের লোকেরা বিগ আপেল হিসাবে উল্লেখ করেছিলেন।
বেলজিয়াম
রোম
নিউইয়াক
গ্রেট ব্রিটেন
88. প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়?
তথ্য: প্রথম বিশ্বযুদ্ধ যা মহাযুদ্ধ হিসাবে পরিচিত, একটি বৈশ্বিক যুদ্ধ যা ১৯১৪ সালের ২৮ জুলাই ইউরোপে শুরু হয় এবং ১১ নভেম্বর ১৯১৮ পর্যন্ত স্থায়ী ছিল।
১৯৪৭ সালের ২৩ জুন
১৯১৫ সালের ১৫ মার্চ
১৯১৪ সালের ২৮ জুলাই
১৯১৮ সালের ১১ নভেম্বর
90. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের শাসনতন্ত্র কবে গৃহীত ও পাস হয়?
তথ্য: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের শাসনতন্ত্র হলো সংবিধান। খসড়া সংবিধান ১২ অক্টোবর ১৯৭২ গণপরিষদে উত্থাপন করা হয় এবং ১৯৭২ সালের ৪ নভেম্বর তা গণপরিষদ কর্তৃক গৃহীত হয়। আর এ সংবিধান কার্যকর হয় ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে।
১৯৭২ সালের ১০ এপ্রিল
১৯৭২ সালের ১২ এপ্রিল
১৯৭২ সালের ১৬ ডিসেম্বর
১৯৭২ সালের ৪ নভেম্বর
91. বাংলা সাহিত্যের প্রথম আধুনিক উপন্যাস কোনটি?
তথ্য: ১৮৬৫ সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যয় রচিত দুর্গেশনন্দিনী এর মাধ্যমে বাংলা সাহিত্যে বাংলা উপন্যাসের বিস্তার লাভ করে।
বিষবৃক্ষ
রাজসিংহ
কপালকুন্ডলা
দুর্গেশনন্দিনী
92. মুনীর চৌধুরীর 'কবর' নাটকের পটভূমি-
তথ্য: মুনীর চৌধুরীর 'কবর' নাটকের পটভূমি ৫২ এর ভাষা আন্দোলন। মুনীর চৌধুরীকে গ্রেপ্তার করা হয় ১৯৫২ সালের ২৬ ফেব্রুয়ারি। পাঠানো হয় দিনাজপুর জেলে। দিনাজপুর জেল থেকে একসময় তাকে পাঠানো হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে। সেখানেই লেখা হয় মুনীর চৌধুরীর অনবদ্য সৃষ্টি কবর নাটক।
৫২ এর ভাষা আন্দোলন
মুক্তিযুদ্ধ
পলাশীর যুদ্ধ
পানিপথের যুদ্ধ
95. সুবা বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত হয় কত সালে?
তথ্য: সুবা বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত হয় ১৭০৩ সালে। নবাব মুর্শিদকুলি খাঁ বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করে। নবাব মুর্শিদকুলি খাঁ ছিলেন বাংলার প্রথম নবাব।
১৭০২
১৭০৪
১৭২৭
১৭০৩
96. বাংলাদেশ বর্তমান Internet এর কোন যুগ আছে?
4G
5G
2G
3G
97. Identify the correct sentence:
She prefers dancing to sining
She prefers to dance than to sing
She prefers dancing more than singing.
She prefers dance to sing.
98. a³ = 0.2 হলে a12 = কত?
তথ্য: a³ = 0.2 => 1/ a³ = 2/10 => (a³)4 =(5) 4 অতত্রব, a 12 =625
১২৫
৬২৫
২৫
99. মালয়েশিয়ার প্রথম প্রধামন্ত্রী কে ছিলেন?
তথ্য: মালয়েশিয়ার স্বাধীনতার জনক, প্রথম রাজা, প্রথম প্রধানমন্ত্রী ও ওআইসির প্রথম মহাসচিব টেংকু আবদুল রহমান পুত্রা আল হাজ।
আব্দুল্লাহ আহমদ বাদাবি
মাহাথির বিন মোহাম্মদ
টুংকো আব্দুর রহমান
টুন আব্দুর রাজ্জাক আল হোসেন
100. স্থানীয় সরকার এর সর্বনিম্ন পর্যায়ের স্তর এর নাম কী?
তথ্য: ইউনিয়ন পরিষদ বা ইউনিয়ন হল বাংলাদেশের পল্লী অঞ্চলের সর্বনিনম্ন প্রশাসনিক ইউনিট। বাংলাদেশের বর্তমানে ৪৫৭১ টি ইউনিয়ন আছে।
জেলা পরিষদ
ইউনিয়ন পরিষদ
উপজেলা পরিষদ
সিটি কর্পোরেশন