107. যদি একটি সার্কিটে কারেন্ট রেটিং-এর চেয়ে উচ্চতর মানের ফিউজ তার ব্যবহার করা হয়, তবে এটি যেহেতু অতিরিক্ত কারেন্ট বহন করে,--
ব্যাখ্যা: সার্কিটে কারেন্ট রেটিং-এর চেয়ে কম রেটিং-এর ফিউজ ব্যবহার করা হয়, যেন সার্কিটের যে-কোনো ফল্টে ফিউজ জ্বলে গিয়ে সার্কিটকে রক্ষা করে। যদি কারেন্ট রেটিং-এর থেকে উচ্চমানের ফিউজ ব্যবহার করা হয় তবে সার্কিটের যে- কোনো ফন্টে ফিউজ জ্বলে যাবে না ফলে মারাত্মক শর্ট সার্কিট ও ওভারলোডেভ হয়ে সংযোগকৃত লোডের ক্ষতি হবে।