143. ২২০ ভোল্ট, ৩ কিলোওয়াট সম্পন্ন দুটি ইলেকট্রিক হিটার প্রথমে সমান্তরাল সংযোগ ও পরে সিরিজ সংযোগ-এর মাধ্যমে কিছু পরিমাণ পানি একই তাপমাত্রায় গরম করা হলো। দুটি ক্ষেত্রের সময়ের অনুপাত-
145. যেখানে পরিবাহী স্থির এবং চৌম্বকক্ষেত্র গতিতে থাকে, সেখানে ব্যবহৃত হয়-
ব্যাখ্যা: ফ্যারাডের ১ম সূত্রঃ যখনই কোনো বন্ধ তার কুণ্ডলীতে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে তখনই উক্ত কুণ্ডলীতে একটি তড়িচ্চালক শক্তি আবিষ্ট হয়। ফ্যারাডের ২য় সূত্রঃ তার কুণ্ডলীতে আবিষ্ট তড়িচ্চালক শক্তির মান সময়ের সাথে কুণ্ডলী দিয়ে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক।
149. একটি সিরিজ সার্কিটে ভোল্টেজ ড্রপসমূহের যোগফল-
ব্যাখ্যা: সিরিজ সার্কিটের ক্ষেত্রে কারেন্ট একই থাকে, কিন্তু উপাদানগুলোর ভোল্টেজ ভিন্ন হয়। তবে সার্কিটের ভোল্টেজ ড্রপসমূহের যোগফল হবে উৎসের ভোল্টেজ বা আরোপিত ভোল্টেজের সমান।
151. ১২০ ভোল্ট ১০০ ওয়াট এর চারটি বাল্বের দুটি করে সিরিজ সংযোগ করা হলো। এরূপ দুটি লাইনকে প্যারালেল সংযোগ করে ২৪০ ভোল্ট উৎসের সাথে সংযুক্ত করা হলে মোট রেজিস্ট্যান্স কত হবে?
157. সুপার পজিশন থিওরেম শুধুমাত্র সেই সকল সার্কিটেই প্রয়োগ করা হয়, যে সার্কিটে --এলিমেন্ট থাকে।
ব্যাখ্যা: যে-সকল সার্কিটে লিনিয়ার বাইল্যাটারাল এলিমেন্ট যেমন- রেজিস্টর, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর থাকে শুধুমাত্র সে-সকল সার্কিটে সুপারপজিশন থিওরেম প্রয়োগ করা হয়।
ব্যাখ্যা: কারশফের ১ম সূত্র বা কারেন্ট ল (KCL) নেটওয়ার্কের জাংশন বা লোডে প্রযোজ্য হলেও কারশফের ২য় সূত্র বা ভোল্টেজ ল (KVL) নেটওয়ার্কের লুপের জন্য প্রযোজ্য।