Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
2061. অটোমেটিক ওয়াশিং মেশিনে কয়টি "টাব" থাকে?
অটোমেটিক ওয়াশিং মেশিনে একটি মাত্র পাত্র বা টাব থাকে, যার মধ্যে কাপড় ওয়াশিং, পরিষ্কার করা, পানি নিংড়ানো, কাপড় শুকানো অর্থাৎ সবকিছুই করা হয়ে থাকে।
দুটি
একটি
চারটি
তিনটি
2062. বাজারে কী কী ধরনের ওয়াশিং মেশিন প্রচলিত আছে?
সাধারণত বাজারে তিন ধরনের ওয়াশিং মেশিন প্রচলিত। (i) কনভেনশনাল টাইপ, (ii) সেমি-অটোমেটিক টাইপ ও (iii) অটোমেটিক টাইপ।
টাব টাইপ
সেমি-অটোমেটিক টাইপ
ঘূর্ণন টাইপ
সবগুলো
2063. ভ্যাকুয়াম ক্লিনারে মোটরের ঘূর্ণন স্পিড কী ধরনের?
ভ্যাকুয়াম ক্লিনারে মোটরের ঘূর্ণন স্পিড তিন ধরনের। যথা- হাই, মিডিয়াম এবং লো।
হাই
মিডিয়াম
লো
সবগুলো
2064. মাইক্রোওয়েভ ওভেনে বস্তুকণাগুলো প্রতি সেকেন্ডে কতবার দিক পরিবর্তন করে?
৪.৯ মিলিয়ন বার
৫.৯ মিলিয়ন বার
৬.৯ মিলিয়ন বার
৭.৯ মিলিয়ন বার
2065. ইলেকট্রিক ব্লোয়ারের রোটরটি কী টাইপের হয়?
ইলেকট্রিক ব্লোয়ারের রোটরটি স্কুইরেল কেজ টাইপের হয়।
স্কুইরেল কেজ রোটর
ফেজ উন্ড রোটর
ডাবল স্কুইরেল কেজ রোটর
খ ও গ
2066. ব্লেন্ডার মোটর অন অবস্থায় একটানা কতক্ষণ চালানো উচিত নয়?
যে-কোনো স্পিডে সুইচ ২ মিনিটের বেশি রাখা হয় না। বার বার অন-অফ করে ব্লেন্ডার চালানো হয়। সাধারণত ২/৩ বারের বেশি অপারেশনের প্রয়োজন হয় না। বেশিক্ষণ সুইচ অন করে রাখলে মোটর পুড়ে যেতে পারে।
২/৩ মিনিট
৩/৪ মিনিট
৪/৫ মেনিট
১/২ মিনিট
2067. ওয়াশিং মেশিনে ওয়াটার লেভেলের কয়টি পজিশন থাকে?
ওয়াটার লেভেলের পজিশন তিনটি। যথা- হাই, মিডিয়াম, লো।
একটি
দুইটি
তিনটি
চারটি
2068. ব্লেন্ডারের মোটরের গতিবেগ কত থাকে?
50000 থেকে 10000 rpm
10000 থেকে 15000 rpm
15000 থেকে 20000 rpm
20000 থেকে 25000 rpm
2069. সেমি-অটোমেটিক ওয়াশিং মেশিনে কয়টি 'টাব' থাকে?
সেমি-অটোমেটিক ওয়াশিং মেশিনে দুটি টাব থাকে। একটি টাব কাপড় পরিষ্কার করার কাজে ব্যবহৃত হয় এবং অন্য টাবটি স্পিন করার কাজে ব্যবহৃত হয়। এ স্পিন টাবে পরিষ্কারকৃত কাপড় শুকানো হয়।
দুটি
তিনটি
চারটি
পাঁচটি
2070. মাইক্রোওয়েভ ওভেনে রন্ধনকার্যে কী এনার্জি ব্যবহার করা হয়?
মাইক্রোওয়েভ এনার্জির পরিমাণ 2450 MHz। এই উচ্চ গতিসম্পন্ন লাইট এনার্জি অসিলেশনের কারণে খাদ্যবস্তু খুব কম সময়ে রান্না করা যায়।
হিট এনার্জি
কেমিক্যাল এনার্জি
মাইক্রোওয়েভ এনার্জি
মেকানিক্যাল এনার্জি
2071. ওয়াশিং মেশিনে ওয়াশিং কাজে কী এনার্জি ব্যবহৃত হয়?
ওয়াশিং মেশিনে কেমিক্যাল ও হিট এনার্জি ব্যবহৃত হয়। কিছু কিছু মেশিনে হিট এনার্জির প্রচলন আছে। এ হিট এনার্জি কাপড় থেকে ময়লা পরিষ্কারে সহায়ক ভূমিকা রাখে। কেমিক্যাল ও হিট এনার্জি একত্রে ব্যবহৃত হলে উত্তমরূপে কাপড় পরিষ্কার হয়।
হিট এনার্জি
কেমিক্যাল এনার্জি
মেকানিক্যাল এনার্জি
ক ও খ
2072. Four resistance of values 4, 8, 10 and 40 ohms respectively are joinedd in parallel. The equivalent resistance is ---
2.5Ω
2.0Ω
1.75Ω
2.25Ω
2074. ইলেকট্রিক ব্লোয়ারে কী ধরনের মোটর ব্যবহৃত হয়?
ইলেকট্রিক ব্লোয়ারে ক্যাপাসিটর স্টার্ট মোটর অথবা স্থায়ীভাবে সংযুক্ত একটি ক্যাপাসিটর মোটর থাকে, যার শ্যাফটে কিছু সংখ্যক ব্লেড লাগানো থাকে। যা ঘূর্ণনের মাধ্যমে ব্লোয়ারের বাইরে থেকে বাতাস টেনে আনে এবং একটি নির্দিষ্ট পথে এ বাতাসকে সবেগে আবার ব্লোয়ারের বাইরে নিক্ষেপ করে।
ক্যাপাসিটর স্টেটর মোটর
ক্যাপাসিটর টাইপ মোটর
ইন্ডাকশন মোটর
ক ও খ
2077. মাইক্রোওয়েভ ওভেনের টাইমারের অংশ কোনটি?
মাইক্রোওয়েভ ওভেনের টাইমারের তিনটি অংশ। যথা- (i) টাইমার সুইচ কন্ট্যাক্ট, (ii) টাইমার মোটর ও (iii) টাইমার বেল।
টাইমার সুইচ কন্ট্যাক্ট
টাইমার মোটর
টাইমার বেল
সবগুলো
2078. কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিনকে কত RPM-এ ঘুরাতে হয়?
প্রাথমিক অবস্থায় কাপড়গুলোকে যখন টাবের ভিতরে সিলিন্ডার বাস্কেটে রাখা হয়, তখন সে সময় টাবের ঘূর্ণন গতি প্রায় 500 rpm থাকে। এছাড়া স্বাভাবিক অবস্থায় সিলিন্ডার বাস্কেটের ওয়াশিং স্পিড প্রায় 600 rpm হয় এবং কাপড় নিংড়ানো অবস্থায় ঘূর্ণন গতি 300 rpm হয়ে থাকে।
400 RPM
500 RPM
600 RPM
700 RPM
2079. ইলেকট্রিক ব্লেন্ডারে কী ধরনের মোটর ব্যবহৃত হয়?
ইলেকট্রিক ব্লেন্ডার মূলত একটি ইউনিভার্সাল মোটর, যা AC/OC সরবরাহে কাজ করতে পারে। এ মোটরটির গতি অত্যন্ত বেশি, যা 15,000 rpm থেকে 20,000 rpm এর মতো।
ইন্ডাকশন মোটর
ইউনিভার্সাল মোটর
সিনক্রোনাস মোটর
স্টেপার মোটর
2080. মাইক্রোওয়েভ ওভেনের হিট কন্ট্রোলের অংশ কয়টি?
মাইক্রোওয়েভ ওভেনে হিট কন্ট্রোল অংশ পাঁচটি। যথা- (i) থার্মোকাট আউট, (ii) ব্লোয়ার মোটর, (iii) ওভেন থার্মোস্ট্যাট, (iv) কুলিং ফ্যান অফ ম্যাগনেট্রন ও (v) স্টিরার মোটর।
তিনটি
চারটি
পাঁচটি
ছয়টি