রাইস কুকারের প্রধান হিটিং এলিমেন্ট, হট প্লেটের মতোই এবং গোলাকৃতি স্টিলের আবরণে আচ্ছাদিত থাকে। এর ভিতরে পেঁচানো ধাতব নলের ভিতরে নাইক্রোম তারের তৈরি স্পাইরাল আকৃতিতে হিটিং এলিমেন্ট আছে।
2094. ট্রায়াকের কোন দুটি টার্মিনাল দিয়ে লোড পাওয়ার প্রবাহিত হয়?
ডায়াক কন্ডাকশনে গেলেই তবে ট্রায়াকের গেটে ফায়ারিং পালস বা ভোল্টেজ আসে। ফলে ট্রায়াক কাজ করতে শুরু করে। লোড পাওয়ার ট্রায়াকের মূল টার্মিনাল দুটি অর্থাৎ MT, ও MT₂ দিয়ে সরবরাহ হয়।
2099. রাইস কুকারে ম্যাগনেটিক সুইচের অবস্থান কোথায়?
ম্যাগনেটিক সুইচ, হিটিং এলিমেন্টের মাঝখানে সংযুক্ত থাকে। এটি থার্মোস্ট্যাটের মতোই কুকারের হিটিং এলিমেন্টের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকে। পানির বয়েলিং টেম্পারেচার 100℃ থার্মোস্ট্যাট কন্ট্যাক্ট ওপেন হয়।
2100. ভ্যাকুয়াম ক্লিনারে ব্যবহৃত মোটরটি কী টাইপের হয়?
ভ্যাকুয়াম ক্লিনার পাওয়ার কন্ট্রোল সুইচের মাধ্যমে ইলেকট্রিক পাওয়ার গ্রহণ করে। এতে ব্যবহৃত মোটরটি ইউনিভার্সাল টাইপের হয় এবং সরাসরি সাকশন ফ্যান অ্যাসেম্বলিতে সংযুক্ত থাকে।