ব্যাখ্যা: সিরিজ সার্কিটের ক্ষেত্রে একই কারেন্ট প্রবাহিত হয়। বলে আলাদা আলাদা ভোল্টেজ পাওয়া যায়। উক্ত ধর্মকে কাজে লাগিয়ে ভোল্টেজ ডিভাইডার তৈরি করা হয়, যেখানে সবগুলো উপাদানের ভোল্টেজের যোগফল হবে উৎসের ভোল্টেজ সমান।
2386. নিচের কোন সূত্র দ্বারা তড়িৎপ্রবাহের দিক নির্ণয় করা হয়?
ব্যাখ্যা: ফ্যারাডের সূত্র হতে তড়িচ্চালক বল কীভাবে আবিষ্ট হয় তা জানা গেলেও এর ফলে সৃষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ সম্পর্কে লেঞ্জ-এর ব্যাখ্যা করেন। তার সূত্রটি হলো- "যে-কোনো তড়িৎ চৌম্বক আবেশের বেলায় আবিষ্ট তড়িচ্চালক শক্তি বা প্রবাহের দিক এমন হয় যে, তা উৎপন্ন মূল কারণের বিরুদ্ধে ক্রিয়া করে।"
2393. তাপমাত্রা বৃদ্ধি পেলে অর্ধপরিবাহীর তড়িৎ পরিবাহিতার কী ঘটে?
অর্ধপরিবাহী হলো Negative temperature coefficient of resistance অর্থাৎ তাপমাত্রা বাড়লে রেজিস্ট্যান্সের মান কমে। রেজিস্ট্যান্স কমলে পরিবাহিতা বৃদ্ধি পায়।