ব্যাখ্যা: আমরা জানি, রোধ, R = p A অর্থাৎ, রোধের মান পদার্থের দৈর্ঘ্য (L), প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল (A) এবং আপেক্ষিক রোধ (p) অর্থ্যাৎ যে উপাদান দ্বারা তৈরি তার উপর নির্ভর করে।
2418. তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর প্রাবল্য E হলে সেখানে q আধান যে বল অনুভব করবে তা নিচের কোনটি?
ব্যাখ্যা: তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে স্থাপিত কোনো আধানের উপর ক্রিয়াশীল বল বা তড়িৎ বল ওই বিন্দুতে প্রাবল্য এবং স্থাপিত আধানের গুণফলের সমান। অর্থাৎ, F = qE