331. একটি ওভার এক্সাইটেড সিনক্রোনাস মোটর নিম্নের কোনটির মতো ব্যবহার করে?
ব্যাখ্যা: Synchronous motor is over-excited then its power factor will be leading. An over-excited synchronous motor running at no load is known as the synchronous capacitor or synchronous condenser.
একটি রেজিস্টরের মতো
একটি ইন্ডাক্টরের মতো একটি ক্যাপাসিটরের মতো কোনোটির মতোই নয়
337. প্রদত্ত একটি লোডের জন্য একটি সিনক্রোনাস মোটরের স্বাভাবিক ফিল্ড এক্সাইটেশন এমন হয় যে, যাতে পাওয়ার ফ্যাক্টর হয়-
ব্যাখ্যা: স্বাভাবিক এক্সাইটেড সিনক্রোনাস মোটর একটি রেজিস্টরের মতো কাজ করে। * আন্ডার এক্সাইডেড সিনক্রোনাস মোটর একটি ইন্ডাক্টরের মতো কাজ করে। * ওভার এক্সাইডেড সিনক্রোনাস মোটর একটি ক্যাপাসিটরের মতো কাজ করে।
339. নিম্নোক্ত কারণে একটি TV transmitting antenna সীমিত দূরত্ব পর্যন্ত signal পাঠাতে পারে-
Electromagnetic Interference (EI)-এর অপর নাম Ra Frequency Interference (RFI)। যখন বাহ্যিক কোনো উৎস হরা রেডিও ফ্রিকুয়েন্সি স্পেকট্রাম বাধাপ্রাপ্ত হয় তখন এ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন দ্বারা বৈদ্যুতিক সার্কিটকে প্রভাবিত করে বলে সীমিত দূরত্ব পর্যন্ত signal পাঠানো সম্ভব হয়।
Electromagnetic interference
আয়োনোস্ফেয়ার থেকে reflection
ব্যবহৃত carrier wave-এর line of sik propagation বৈশিষ্ট্য