345. হান্টের প্রবণতা দেখায় না সেই সকল অল্টারনেটরের, যারা চলে-
ব্যাখ্যা : ওয়াটার টারবান, গ্যাস টারবাইন, স্টিম টারবাইনে চালিত অল্টারনেটরে হান্টের প্রবণতা থাকে। কিন্তু ডিজেল ইঞ্জিনের সাহায্যে চালিত অল্টারনেটরে হান্টের প্রবণতা থাকে না।
349. TV বা radio system-4 audio signal নিম্নোক্ত frequency range-এ হয়-
20Hz থেকে 20kHz রাখার উদ্দেশ্য হলো এই রেঞ্জের ফ্রিকুয়েন্সি আমরা শ্রবণ করতে পারি। 20Hz-এর চেয়ে কম এবং 20kHz- এর চেয়ে বেশি frequency-তে সম্প্রচার করলেও আমরা শুনতে পারবো না। তাই রেঞ্জ 20Hz-20kHz রাখা হয়।
350. একটি অল্টারনেটরের ভোল্টেজ রেগুলেশন নির্ভর করে-
ব্যাখ্যা:ড্যাম্পার ওয়াইন্ডিং-এর কাজঃ (i) অল্টারনেটরের গতিবেগ যদি বাড়তে-কমতে থাকে, তবে সৃষ্ট হান্টিং বা কলা দোলন প্রশমিত করার জন্যই ড্যাম্পার ওয়াইন্ডিং ব্যবহার করা হয়। (ii) সিনক্রোনাস মোটরের স্টার্টিং টর্ক তৈরিতে ড্যাম্পার ওয়াইভিং প্রয়োজন হয়। (iii) আনব্যালেন্সড লোড অবস্থায় থাকাকালীন ড্যাম্পার ওয়াইন্ডিং 30 ভোল্টেজের মধ্যে সমতা রক্ষা করে।
353. প্যারালেল অপারেশনে থাকা অল্টারনেটর- সমূহের একটির এক্সাইটেশন যদি কমানো হয়, তবে এর-
ব্যাখ্যা: প্যারালালে অপারেশনে থাকা অল্টারনেটর- সমূহের একটি এক্সাইটেশন বাড়লে পাওয়ার ১৯৫৭ ফ্যাক্টর অধিক লিডিং এবং একটি এক্সাইটেশন ১৮৬ কমালে পাওয়ার ফ্যাক্টর অধিক ল্যাগিং হবে।