ব্যাখ্যা: 'এ' স্ট্রোক এর জন্য অতি উচ্চ কোনো অবজেক্টের প্রয়োজন হয়, অবজেক্টে বিপরীত চার্জ সৃষ্টি করতে কিছুক্ষণ সময়ের দরকার পড়ে। এটি বৈদ্যুতিক সিস্টেমে প্রচণ্ডতম আঘাত হানার ক্ষমতা রাখে। তবে এ প্রকার স্ট্রোক সচরাচর সংঘটিত হয় না। প্রয়োজনীয় প্রটেকশনের মাধ্যমে এর দ্বারা সৃষ্ট পাংসাত্মক প্রতিক্রিয়া অনেকাংশে রোধ করা যায়।
747. Induction type রিলের ডিস্ক কত কোণ পর্যন্ত ঘোরে?
ব্যাখ্যা: ইন্ডাকশন টাইপ রিলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন পদ্ধতিতে ফ্লাক্সের প্রভাবে কাজ করে। বিলের ডিস্ক বা চাকতিটি ০° থেকে 360° এর যে-কোনো মানে ঘুরতে পারার ন্যায় অ্যাডজাস্ট করা হয়।
ব্যাখ্যা: ত্রুটি সংঘটিত হওয়ার মুহূর্ত থেকে রিলে কন্ট্যাক্ট দিয়ে সার্কিট ব্রেকারের ট্রিপ সার্কিট ক্লোজ হওয়া পর্যন্ত সময়কে অপারেটিং টাইম বলে। আধুনিক উচ্চ গতির রিলের অপারেটিং টাইপ। থেকে 2 সাইকেলে বা 0.02 সেকেন্ড থেকে 0.04 সেকেন্ড।