Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
841. The amount of back emf of a shunt motor will Increase when
the load is increased
the field is weakened
the field is strengthed
None of the above
842. মুক্তভাবে অনলাইনে বা অফলাইনে কাজের বিনিময়ে অর্থ উপার্জন কে কী বলে?
ফ্রিল্যান্সিং হলো স্বাধীন বা মুক্তপেশা। কোনো একটি প্রতিষ্ঠানের অধীনে না থেকে স্বাধীনভাবে কাজ করাকে ফ্রিল্যান্সিং বলে। ফ্রিল্যান্সাররা ঘরে বসে তাদের কাজ করে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অনলাইন হতে টাকা উপার্জন করতে পারেন। ফিল্যান্সিং পেশার মাধ্যমে যে-কোনো প্রচলিত চাকরির চাইতে অনেক বেশি টাকা ঘরে বসে ইনকাম করা যায়। মূলত ফ্রিল্যান্স এর কাজে স্বাধীনতা থাকে বলে ফ্রিল্যান্সিং মুক্তপেশা হিসেবে সকলের কাছে অনেক প্রিয় একটি পেশা।
Outgoing
Freelancher
Freelancing
Offshoring
843. নিচের কোনটি কম্পিউটারের একটি মার্কআপ ভাষা?
HTML-এর পূর্ণরূপ হলো Hyper Text Mark-up Language, যা World Wide Web (WWW) ব্রাউজারের তথ্য প্রদর্শন বা ওয়েব পেজে তথ্য উপস্থাপন করতে প্রোগ্রামারগণ ব্যবহার করেন। World Wide Web (WWW) ফাইল তৈরি করতে HTML ব্যবহার করা হয়। এর সর্বোশেষ ভার্সন HTML5, যা ২০১৪ সালে বাজারে আসে।
HTML
PHP
JAVA
PYTHON
845. কম্পিউটার মনিটরকে আরও বলা হয়-
মনিটর একটি আউটপুট ডিভাইস। কম্পিউটারের সাথে টিভি পর্দার মতো যে অংশ থাকে, তাকে মনিটর বলে। মনিটরের কাজ হলো লেখা ও ছবি দেখানো। মনিটরকে ভিজুয়াল ডিসপ্লে ইউনিটও বলা হয়। মনিটর সাধারণত তিন ধরনের হয়ে থাকে, যথা- (i) CRT monitor, (ii) LCD monitor, (iii) LED monitor
DVU
UVD
VDU
CCTV
846. ১ টেরা সমান --- গিগাবইট?
১ বিট = ০ বা ১, ৮ বিট ১ বাইট, ১ কিলোবাইট = ১০২৪ বাইট, ১ মেগাবাইট = ১০২৪ কিলোবাইট, ১ গিগাবাইট = ১০২৪ মেগাবাইট, ১ টেরাবাইট = ১০২৪ গিগাবাইট, ১ পেটাবাইট = ১০২৪ টেরাবাইট, ১ এক্সবাইট = ১০২৪ পেটাবাইট, ১ জেটবাইট = ১০২৪ এক্সবাইট। কিন্তু কোম্পানিগুলো তাদের ডিভাইসগুলোর স্টোরেজের হিসেবের সুবিধার্থে এক্সটা-২৪ অংশটুকু বাদ দিয়ে হিসেবে করে, তাই সেক্ষেত্রে স্টোরেজ কম পাওয়া যায়।
১২০০
১১০০
১০০০
২১০০
849. কম্পিউটারের বেসিক আর্কিটেকচার ডিজাইনার কে?
জন ভন নিউম্যান (১৯০৩-১৯৫৭) গেম থিউরির উপর কাজ করেন। কম্পিউটার বিজ্ঞান ও লিনিয়ার প্রোগ্রামিং-এ তার অনেক অবদান রয়েছে। তিনি ম্যানিয়াক (MANIAC- Mathematical Anglyser Numerical Integrator And Computer) তৈরিতে সাহায্য করেন। তিনি অ্যাটম বোমা ও মিসাইল ডিজাইনের কাজেও সাহায্য করেন। আধুনিক কম্পিউটারের ভিত্তিই হলো ভন নিউম্যান আর্কিটেকচার।
চালর্স ব্যাবেজ
ব্লেইজ প্যাস্কেল
জন ভন নিউম্যান
কোনোটিই নয়
850. . A 250V, DC shunt motor takes a line current of 20A. Resistance of shunt field winding is 2002 and resistance of the armature is 0.30. Find the armature current and the back e.m.f.
18.75A, 244V
25.32A, 225V
15.65A, 100V
10A, 150V
851. নিচের কোনটি ইনপুট ডিভাইস নয়?
যে সমস্ত পেরিফেরালস ডিভাইসের মাধ্যমে কম্পিউটার যাবতীয় ইনফরমেশন ও নির্দেশনা গ্রহণ করে বৈদ্যুতিক তরঙ্গে রূপান্তরের পর তা কম্পিউটারের মেমরিতে সংরক্ষণ করে তাদেরকে ইনপুট ডিভাইস বলে। যেমন- কী-বোর্ড, মাউস, স্ক্যানার, টাচ স্ক্রিন, মাইক্রোফোন ইত্যাদি। পক্ষান্তরে, প্রিন্টার হচ্ছে একটি আউটপুট ডিভাইস, যা ব্যবহার করে চিত্র এবং বিভিন্ন লেখা কাগজে ছাপানো যায়।
কী-বোর্ড
মাউস
স্ক্যানার
প্রিন্টার
852. www (world wide web)-এর জনক কে?
টিম বার্নার্স-লি পেশায় একজন ব্রিটিশ পদার্থবিদ, কম্পিউটার বিজ্ঞানী, MIT অধ্যাপক, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়ামের পরিচালক। বিল গেটস মার্কিন ধনকুবের ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। স্টিভ জবস একজন আমেরিকান উদ্ভাবক, ডিজাইনার এবং অ্যাপল কম্পিউটারের সহ-উদ্যোক্তা, সিইও ও চেয়ারম্যান। জেফ বেজোস অ্যামাজনের প্রতিষ্ঠাতা।
বিল গেটস
স্টিভ জবস
টিম বার্নার্স-লি
জেফ বেজোস
853. A 4 pole de shunt generator with a shunt field resistance of 100 ohm and armature resistance of 1 ohm has 378 wave connected conductors in its armature. The flux per pole is 0.02Wb. If a load resistance of 10 ohm connected across the armature terminals and the generator is driven at 1000 rpm then power absorbed by the load is-
6321W
4315W
5153W
2314W
854. DVD-এর চেয়ে বেশি Data store করা যায় কোনটিতে?
CD = 650 or 700MB DVD = 4.7GB or 8.5GB BR = 25GB or 50GB Floppy = 360KB or 1.2MB
CD Rom
Fорру
Blue Ray Disk
Red Ray Disk
855. Digital Coding Technique কোনটি?
PCM: Pulse code modulation is a method used to digitally represent sampled analog signals. DM: "Direct Message" a DM is a private mode of communication between social media users. DPCM: Differential pulse code modulation (DPCM) is a procedure of converting an analogue into a digital signal. Digital coding is the process of using binary digits to represent letters, characters and other symbols in a digital format.
PCM
DM
DPCM
সবগুলো
858. When the ratio of back EMF to applied voltage is -- then the mechanical power developed by the shunt generator is maximum.
1.0
0.5
2
3