923. একটি ট্রান্সফর্মারের নো-লোড ভোল্টেজের চেয়ে ফুল লোড ভোল্টেজ কখন বেশি হবে?
ব্যাখ্যা: ট্রান্সফর্মারের ক্ষেত্রে ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ কমে যায়, যার কারণে ফুল-লোড ভোল্টেজও কমে যায়। সেক্ষেত্রে ফুল লোড ভোল্টেজ নো-লোড ভোল্টেজ অপেক্ষা কম থাকে। অন্যদিকে ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ বৃদ্ধি পায়, যার কারণে ফুল- লোড ভোল্টেজও বৃদ্ধি পায় এবং যার মান নো- লোড ভোল্টেজ অপেক্ষা বেশি হয়।
925. একটি ট্রান্সমিশন সিস্টেমে গ্রাহক প্রান্তে ৩-ফেজ ট্রান্সফর্মারের কোন সংযোগটি ব্যবহৃত হয়?
ব্যাখ্যা: ডেল্টা-ওয়াই সংযোগের ক্ষেত্রে প্রাইমারিতে তিনটি তারের সাহায্যে ব্যালেন্স লোড সরবরাহ করা হয় এবং সেকেন্ডারিতে ওয়াই সংযোগ করা হয়, যাতে গ্রাহককে একটি নিউট্রাল তার প্রদান করা যায় যেখান হতে সিঙ্গেল ফেজ সংযোগও করা যেতে পারে।
926. Frequency দ্বিগুণ করলে একটি transformer এর কোন lossটি দ্বিগুণ হয়?
ব্যাখ্যা: Hysteresis loss, W, Khj(B/ Watt, এখানে, Hysteresis loss, frequency-এর সাথে সমানুপাতিক। তাই frequency দ্বিগুণ হলে Hysteresis loss-ও দ্বিগুণ হবে।
927. Synchronous condenser বলতে কী ধরনের Machine-কে বুঝায়?
ব্যাখ্যা : Synchronous condenser এক ধরনের Synchronous motor, যার পাওয়ার ফ্যাক্টরের ধরন লিডিং। তাই পাওয়ার ফ্যাক্টর করেকশনে Synchronous condenser ব্যবহার করা হয়।
938. ৩ ফেজ ৪-ওয়্যার সার্ভিসের জন্য ট্রান্সফরমারের কোন সংযোগটি সবচেয়ে উপযুক্ত হবে?
ব্যাখ্যা: ডিস্ট্রিবিউশন সাইডে ট্রান্সফর্মারের ১-৮ সংযোগটি অধিক ব্যবহৃত হয়। এক্ষেত্রে প্রাইমারিতে এ সংযোগ এবং সেকেন্ডারিতে ৮ সংযোগ প্রদান করা হয়। সাধারণত তিনটি তারের সাহায্যে প্রাইমারিতে ব্যালেন্স লোড সরবরাহ করা হয়।