BCD শব্দের অর্থ বাইনারি কোডেড ডেসিমেল। এটিকে 8421 কোডও বলা হয়। যে ডেসিমেল সংখ্যার BCD কোড নির্ণয় করতে হবে তার প্রত্যেকটি অঙ্ককে চার বিটের বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হয়।
যুক্তি অ্যালজেবরার উদ্ভাবক হলেন প্রখ্যাত ইংরেজ গণিতবিদ জর্জ বুল। জর্জ বুল সর্বপ্রথম গণিত ও যুক্তির মধ্যে সম্পর্ক আবিষ্কার করেন এবং গণিত ও যুক্তির উপর ভিত্তি করে এক ধরনের অ্যালজেবরা তৈরি করেন, যাকে বুলিয়ান অ্যালজেবরা বলে।
2434. একটি ১০০Wএর বাতি ও একটি ২০০W এর বাতি সিরিজে ২২০V এর Source সংযোগ করলে কোন বাতিটি বেশি আলো দিবে?
ব্যাখ্যা: 100W এর বাতির টাংস্টেন তারাটি চিকন থাকে, যার জন্য এ রেজিস্ট্যান্স বেশি এবং 200য় এর বাতির টাংস্টেন তারাট মোটা থাকে, যার জন্য এর রেজিস্ট্যান্স কম থাকে। তাই 100W এর বাতিটি বেশি আলো দিবে।
যে-সকল লজিক গেইট-এর সাহায্যে মৌলিক গেইট তিনটির অপারেশন সমাধান করা যায়, তাকে ইউনিভার্সাল লজিক গেইট বলে। ইউনিভার্সাল লজিক গেইট ২ প্রকার- NAND gate and NOR gate |