2464. ওহমের সূত্র প্রয়োগ করা যায় না-
ব্যাখ্যা: ওহমের সূত্রের সীমাবদ্ধতাঃ
(1) তাপমাত্রা পরিবর্তনে ওহমের সূত্র প্রযোজ্য নয়।
(ii) AC-তে ব্যবহৃত হয় না।
(iii) জটিল নেটওয়ার্কে ব্যবহৃত হয় না (ইউনিল্যাটারাল, বাইল্যাটারাল)
(iv) পরিবাহীর রোধের পরিবর্তনে এই সূত্র প্রযোজ্য নয়
(v) ইলেকট্রনিক্স ডিভাইস সেমিকন্ডাক্টর (সিলিকন, জার্মেনিয়াম), ডায়োডে ব্যবহৃত হয় না।