Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
2501. আধুনিক কম্পিউটারের জনক হিসেবে পরিচিত-
১৬৪২ সালে ফরাসি বিজ্ঞানী ব্লেইজ প্যাসকেল সর্বপ্রথম যান্ত্রিক ক্যালকুলেটর আবিষ্কার করেন। কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজ এবং ডিজিটাল কম্পিউটারের জনক বলা হয় জন ভন নিউম্যানকে।
ব্লেইজ প্যাস্কেল
ফন নয়ম্যান
চার্লস ব্যাবেজ
লেডি এডা অগাস্টা
2502. --এ সূচনা বিন্দু (Operating point) সবচেয়ে বেশি স্থির থাকে।
ভোল্টেজ বিভাজিত (Divider) বায়াসিং
বেস-রোধ বায়াসিং
কালেক্টর-রোধ বায়াসিং
শূন্য বায়াসিং
2503. দুই ইনপুট-বিশিষ্ট X-OR gate-এর output '0' হবে যখন input-সমূহের-
XOR gate-এর ইনপুট যখন দুটি হাই (1) অথবা দুটিই লো (0) হয় তখন আউটপুট হয়।
একটি '1' এবং অপরটি '0' হয়
দুটিই '1' হয়
দুটিই '0' হয়
খ অথবা গ
2505. ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক বর্তনী হলো একটি অতি-
ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক্স বর্তনী হলো অর্ধপরিবাহী উপাদানের উপরে নির্মিত অনেকগুলো অণুবিক্ষণিক ইলেকট্রনিক উপাদানের অত্যন্ত ক্ষুদ্র সমবায় বা বর্তনী, যাকে অতিক্ষুদ্র ও একটিমাত্র মণ্ডবিশিষ্ট যন্ত্রাংশ হিসেবে তৈরি করা হয়।
সাধারণ বর্তনী
সহজ বর্তনী
ছোট এক টুকরা সিলিকনের টুকরার ওপর তৈরি অতি ক্ষুদ্র বর্তনী
সস্তা দামের বর্তনী
2506. Magnetomotive Force (MMF)-এর একক কোনটি?
ব্যাখ্যা: ম্যাগনেটিক সার্কিটের মধ্য দিয়ে ফ্লাক্স চালিত করার প্রবণতাকে ম্যাগনেটোমোটিভ ফোর্স বা MMF বলে। MMF- এর একক Ampere-turn.
Tesla
Weber
Ampere-turn
Electron-volt
2507. CAT 6 cable ব্যবহৃত হয়ে থাকে-
CAT-6 cable নেটওয়ার্কিং সার্কিটে ব্যবহার করা হয়। CAT- 5 এবং CAT-SC ক্যাবল থেকে অনেক দ্রুতগতিসম্পন্ন এবং নির্ভরযোগ্যতার সাথে গিগাবাইট গতি সরবরাহ করতে পারে।
পাওয়ার সার্কিটে
control সার্কিটে
নেটওয়ার্ক সার্কিটে
টেলিফোন সার্কিটে
2508. একটি Ideal Voltage Source-এ নিচের কোনটি থাকে?
ব্যাখ্যা: যে-সব ভোল্টেজ সোর্সের অভ্যন্তরীণ রোধ বা Internal resistance-এর মান শূন্য, তাকে Ideal voltage source বলে। অর্থাৎ, এ ধরনের ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট বের হতে কোনো বাধা পায় না, যেহেতু কোনো রেজিস্ট্যান্স নেই। সুতরাং, এ ধরনের ভোল্টেজ সোর্সে কোনো পাওয়ার লস হয় না এবং দক্ষতা 100% হয়।
Large value of emf
Small value of emf
Zero source resistance
Infinite source rsistance
2509. একটি কম্পিউটার-এর printer port-কে নিম্নলিখিত কোন কাজে ব্যবহার করা যেতে পারে?
Printing-এর কাজে
Data acquisition-এর কাজে
Control-এর কাজে
উপরের সবগুলো
2511. একটি microcontroller-এর সঙ্গে মিল রয়েছে এমন নিকটবর্তী বস্তু হলো-
Microcontroller একটি ইংরেজি শব্দ। Micro অর্থ ছোট এবং Controller অর্থ নিয়ন্ত্রণকারী। মাইক্রোকন্ট্রোলার কোনো প্রক্রিয়া বা ডিভাইসকে নিয়ন্ত্রণকারী ছোট আকারের একটি Computer।
Microprocessor
computer
electronic controller
PLC
2512. একটি ১০০ nF Capacitor-এর সাথে ১০ nF-এর একটি Capacitor parallel সংযোগ করলে Equivalent capacitance হবে-
৯.০৯ nF
১০০ nF
১১০ nF
কোনোটিই নয়
2513. কম্পিউটার ভাইরাস হলো-
কম্পিউটার ভাইরাস হলো বিশেষ কম্পিউটার প্রোগ্রাম, যা স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ, সংক্রমণ এবং নিজস্ব সংখ্যা বৃদ্ধি করে। ফেডরিক কোহেন ১৯৫০ সালে ভাইরাস নামকরণ করেন।
এক ধরনের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম
কম্পিউটারের যন্ত্রাংশে কোথাও শর্টসার্কিট
কম্পিউটারের যন্ত্রাংশের মাঝে জমে থাকা ধুলা
কম্পিউটারের কোনোও যন্ত্রাংশ সার্কিট ঢিলা হওয়া
2514. PCB-এর ফুল মিনিং-
ব্যাখ্যা: PCB = Printed Circuit Board
Pakistan Cricket Board
Printed Circuit Board
Painted Crossed Board
কোনোটিই নয়
2518. অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত হয়-
হাইব্রিড কম্পিউটার হলো এমন একটি কম্পিউটার, যা অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের সর্বোত্তম বৈশিষ্ট্যগুলোর সমন্বয়ে গঠিত। সাধারণত হাইব্রিড কম্পিউটারে তথ্য সংগ্রহ করা হয় অ্যানালগ পদ্ধতিতে এবং গণনা করা হয় ডিজিটাল পদ্ধতিতে।
সুপার কম্পিউটার
হাইব্রিড কম্পিউটার
মাইক্রোকম্পিউটার
মিনি কম্পিউটার
2520. IC উদ্ভাবন করেন-
1958 সালে জ্যাক কিলবি (Jack Kilby) সর্বপ্রথম হাইব্রিড IC উদ্ভাবন করেন। কিন্তু সর্বপ্রথম মনোলিথিক IC উদ্ভাবন করেন রবার্ট নয়সি (Robert Noyce)। 2000 সালে আইসি উদ্ভাবনের জন্য জে এস কিলবি নোবেল পুরস্কারে ভূষিত হলো।
জে এস কিলবি
রবার্ট হুক
আবাকাস
জন ওয়াটসন