601. Transmission line-এর Sag কোন Factor-এর উপর নির্ভর করে?
ব্যাখ্যা: যে-সকল ফ্যাক্টরের উপর স্যাগ নির্ভর করে সেগুলো হলো-
(i) কন্ডাক্টরের ওজন, (ii) স্প্যানের দৈর্ঘ্য, (iii) কার্যকরী টান, (iv)
তাপমাত্রা, (v) কন্ডাক্টরের ঝুলনে ঝড় ও বরফের প্রভাব ইত্যাদি।
613. ২৫০ কিলোমিটারের অধিক দূরত্বে পাওয়ার ট্রান্সমিশনের ক্ষেত্রে ভোল্টেজ লেভেল কত হওয়া উচিত?
ব্যাখ্যা: ট্রান্সমিশন লাইন দূরত্বের উপর ভিত্তি করে তিন প্রকার। যথা- শর্ট ট্রান্সমিশন লাইন (৪) কিমি (৩০ মাইল) এর কম এবং ভোল্টেজ লেভেল 69kV-এর কম)। মধ্যম ট্রান্সমিশন লাইন (দৈর্ঘ্য ৪০ কিমি (১০ মাইল) এর চেয়ে বেশি কিন্তু 250 কিমি (150 মাইল) এর চেয়ে কম এবং ভোল্টেজ লেভেল 692V হতে 132AV) দীর্ঘ ট্রান্সমিশন লাইন (দৈর্ঘ্য 250 কিমি (150 মাইল)-এর চেয়ে বেশি এবং ভোল্টেজ লেভেল 132AV এর চেয়ে বেশি।
617. কখন পুরো System-ব্যাপী Load shed করা প্রয়োজন হয় না?
ব্যাখ্যা: বিদ্যুৎ উৎপাদন চাহিদার তুলনায় কম হলে পুরো System লোডশেডিং করার প্রয়োজন হয় না। শুধুমাত্র একটি নির্দিষ্ট এলাকাতে লোডশোডিং করা হয় একটি নির্দিষ্ট সময়ের জন্য।