662. নিচের Networking technology-গুলোর মধ্যে কোনটি সাধারণত সবচেয়ে কম দূরত্বে (বা সবচেয়ে কাছাকাছি) তথ্য প্রেরণের জন্য ব্যবহৃত হয়?
Wimax 50-90km দূরত্বে যোগাযোগ করতে পারে। W 100m পর্যন্ত যোগাযোগ করতে পারে। GSM 850 প্রায় 3.5km দূরত্বে যোগাযোগ করে, আর Muchoch সর্বোচ্চ দূতত্বে যোগাযোগ করতে পারে।
673. ইন্টারনাল রিলের মধ্যে যার মাধ্যমে অনেকগুলো আউটপুট সম্বলিত প্লান্টের ল্যাডার ডায়াগ্রামের সম্পূর্ণ অংশ টার্ন-অন বা টার্ন-অফ করা যায়, তার নাম কী?
ইন্টারনাল রিলের মধ্যে থাকে যার মাধ্যমে অনেকগুলো আউটপুট সম্বলিত প্ল্যান্টের ল্যাডার ডায়াগ্রামের সম্পূর্ণ অংশ টার্ন-অন বা টার্ন-অফ উত্তমালা করা যায়, যার নাম Master Control Relay
674. নিচের কোনটি নিত্যব্যবহার্য বৈদ্যুতিক যন্ত্রপাতির সংরক্ষণে ব্যবহৃত হয়?
ব্যাখ্যাঃ বৈদ্যুতিক যন্ত্রপাতি সংরক্ষণে Fuse-এর ব্যবহার সবচেয়ে বেশি। Fuse হিসেবে বিভিন্ন মানের তার ব্যবহার করা হয়। যখন অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয় তখন Fuse-টি পুড়ে গিয়ে`যন্ত্রটিকে অতিরিক্ত বিদ্যুৎ হতে রক্ষা করে।
675. Plant সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করতে নিচের কোন Relay বাবহৃত হয়?
Plant সঠিকভাবে নিয়ন্ত্রণ ও backed Relay ব্যবহার করা হয়। PLC ব্যবহার করার সময় যদি পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে যায়, তাহলে সমস্ত রিলে বন্ধ হয়ে যাবে, তাই শক্তি পুনরুদ্ধার করার জন্য Battery-backed Relay ব্যবহার করা হয়।
BIOS মানে Basic input output system। এর মধ্যে কিছু bformation save করা থাকে। এই information-গুলোর মাধ্যমে কম্পিউটার বুঝতে পারে যে, কম্পিউটারের সঙ্গে যুক্ত Component/peripherul-গুলোর Instruction flow-গুলোকে কীভাবে Control করতে হবে।