যখন কোনো ডিসি মোটরে টর্ক প্রয়োগ করা হয় তখন আর্মেচার কন্ডাক্টর চৌম্বক ক্ষেত্রের মধ্যদিয়ে ঘুরতে থাকে। যার ফলে জেনারেটরের মতো একটি ইএমএফ উৎপন্ন হয়। উক্ত ইএমএফটি প্রয়োগকৃত ভোল্টেজের উল্টা এবং একেই Back emf বা Counter emf বলে।
1236. কোন DC জেনারেটরটি ওপেন সার্কিটে ভোল্টেজ উৎপাদনে অক্ষম?
DC generator- Shunt, short shunt এবং Long shunt- Open সার্কিট অবস্থায় Voltage উৎপাদনে সক্ষম; শুধুমাত্র Series connected generator- Open ckt অবস্থায় Voltage উৎপাদন হবে না।