ব্যাখ্যা: কোনো গ্যাসে প্রাপ্ত উপাদান ও শতকরা পরিমাণ হলো: মিথেন-35%, হাইড্রোজেন-45%, কার্বন মনোক্সাইড ৪%, নাইট্রোজেন-6%, কার্বন ডাই-অক্সাইড-১%, অন্যান্য হাইড্রোকার্বন 1%
ব্যাখ্যা: পাথুরিয়া কয়লা, কোক ইত্যাদি অসমাপ্ত দহন উত্তরমালা প্রক্রিয়ার সময় বাতাস প্রবাহিত করে প্রডিউসার গ্যাস ১০০ খ ১০১ ক তৈরি করা হয়। এতে উপাদান আছে- কার্বন-মনো- অক্সাইড 23%, নাইট্রোজেন-62%, কার্বন ডাই- অক্সাইড 5%, হাইড্রোজেন 6%, মিথেন ৪%। এর তাপীয় মান 1200 কিলোক্যালরি/ঘনমিটার।
1294. কোনো বস্তুকে টানা বল (tension force) দিয়ে ভাঙা হলে সেই বস্তুর শূন্য লোড থেকে ব্রেকিং লোড পর্যন্ত স্ট্রেস, স্ট্রেইন কার্ডের অন্তর্গত এরিয়াকে কী বলা হয়?
ব্যাখ্যা: বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ড (BREB) বাংলাদেশ সরকারের একটি সংবিধিবদ্ধ সরকারি সংস্থা। BREB-এর অধীনে পল্লিবিদ্যুৎ সমিতি স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান বা গ্রাহক মালিকানা প্রতিষ্ঠান। যা গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ পৌঁছে দেয়। বর্তমানে ৮০টি পল্লিবিদ্যুৎ সমিতি আছে।