1276. জ্বালানির উপর ভিত্তি করে পাওয়ার প্ল্যান্টকে ভাগ করা হয়- 
                
                                    ব্যাখ্যা: জ্বালানির উপর ভিত্তি করে পাওয়ার প্ল্যান্টকে ৬ ভাগে ভাগ করা যায়। যথা- (i) বাষ্প বিদ্যুৎ কেন্দ্র, (ii) ডিজেল বিদ্যুৎ কেন্দ্র, (iii) গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্র  (iv) পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, (v) পানি বিদ্যুৎ কেন্দ্র এবং (vi) সৌর বিদ্যুৎ কেন্দ্র।