Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
241. ণ-ত্ব বিধান অনুযায়ী কোন বানানটি শুদ্ধ?
অপরাহ্ন
অপরান্ন
অপরাহ্ণ
অপরান্ন
242. যুগ সন্ধিক্ষণের কবি কে?
বাংলা সাহিত্যের 'যুগ সন্ধিক্ষণের' কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত।
ঈশ্বরচন্দ্র গুপ্ত
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর.
মধুসূদন দত্ত
রবীন্দ্রনাথ ঠাকুর
243. Identify the correct sentence:
কোনো কিছু উৎপাদনের পর সৃষ্টি বস্তুতে উপাদান যদি চোখে দেখে শনাক্ত করা না যায় তাহলে made from এবং যদি উপাদান শনাক্ত করা যায়, তাইলে made of বসে।
Bread is usually made of wheat.
Bread is usually made with wheat.
Bread is usually made by wheat.
Bread is usually made from wheat.
244. একটি মুদ্রা ২ বার নিক্ষেপ করলে অন্তত ১ বার Head পড়ার সম্ভাবনা কত?
১/২
২/৩
৩/৪
245. একটি বর্গক্ষেত্রের পরিসীমা 400 মিটার। এর ক্ষেত্রফল কত বর্গ কিমি.?
সমাধান: ধরি, বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মি. এবং পরিসীমা = 4a মি. শর্তমতে, 4a = 400: a = 100 মি আমরা জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = a² = (100)2 = 10000 বর্গ মি. =10000 / 1000 × 1000 বর্গ কি.মি. = 1/100 বর্গ কি.মি. = 0.01 বর্গ কি.মি.
100
0.01
1.00
120
246. গাছ থেকে আমটি মাটিতে পড়ল। এটি কোন ধরনের বলের উদাহরণ?
চৌম্বক বল
তড়িৎ চৌম্বক বল
নিউক্লীয় বল
মহাকর্ষ বল
247. The antonym of 'gentle' is:
Gentle (নম্র/সদয়) এর antonym হচ্ছে rude (অভদ্র/রূঢ়) modest বিনয়ী; clever চালাক; marrow সংকীর্ণ।
modest
clever
rude
narrow
248. একটি ভগ্নাংশের লব ও হর উভয় থেকে 1 বিয়োগ করলে ভগ্নাংশটি 2/3 হয়। কিন্তু লব ও হর উভয়ের সঙ্গে 1 যোগ করলে ভগ্নাংশটি03/4 হয়। ভগ্নাংশটি কত?
সমাধান: ধরি, ভগ্নাংশটির লব = x হর = y প্রশ্নমতে, x-1 /y-1= 2/3 ⇒ 3x-3=2y-2 ⇒3x= 2y-2+3 ⇒3x = 2y +1 ⇒x= 2y +1 / 3……..(i) আবার, x+1/ y+ 1=3/4 ⇒ 4x + 4 = 3y +3 ⇒4(2y+1/3)+ 4=3y+3 ⇒8y+4+12= 9y+9 ⇒ 8y-9y= 9-4-12 ⇒-y=-7 (i) ⇒x=2.7+1 /3 = 15/3=5 ভগ্নাংশটি = 5/7
5/7
7/9
3/4
4/5
249. BRICS এর সদর দপ্তর কোথায়?
[নোটঃ BRICS এর কোন সদর দপ্তর নেই।]
সাংহাই
কাঠমুন্ডু
জেনেভা
ঢাকা
250. 'বাংলার মুক্তিসনদ' নামে পরিচিত কোনটি?
ছয়দফা কর্মসূচীর ভিত্তি ছিল ১৯৪০ সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাব। পরবর্তীকালে এই ৬ দফা দাবিকে কেন্দ্র করে বাঙালি জাতির স্বায়ত্তশাসনের আন্দোলন জোরদার হয়। বাংলাদেশের জন্য এই আন্দোলন এতোই গুরুত্বপূর্ণ যে একে ম্যাগনা কার্টা বা বাঙালি জাতির মুক্তির সনদও বলা হয়।
৬ দফা
৭ মার্চের ভাষণ
লাহোর প্রস্তাব
কোনটিই নয়
251. ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যাায়-
ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় অক্সিজেন। অক্সিজেন বা অম্লজান একটি রাসায়নিক মৌল, এর প্রতীক ০ ও পারমাণবিক সংখ্যা ৮।
অক্সিজেন
নাইট্রোজেন
হাইড্রোজেন
কার্বন
252. স্ট্রিট ভাইরাস কোন রোগের জীবাণুর নাম?
'স্ট্রিট ভাইরাস' (Street Virus) র্যাবিস রোগের জীবাণুর নাম।
টিটেনাস
রেবিস
হাম
যক্ষ্মা
253. রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাসের নাম-
১৯১০ সালে রচিত 'গোরা' উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের বৃহত্তম এবং অনেকের মতে শ্রেষ্ঠ উপন্যাস। ঊনবিংশ শতাব্দীর শেষভাগে ব্রাহ্মসমাজ আন্দোলন, হিন্দু সংস্কার আন্দোলন, দেশপ্রেম, নারীমুক্তি, সামাজিক অধিকার আন্দোলনের প্রেক্ষাপটে এই উপন্যাস রচিত।
পথের দাবী
পল্লী সমাজ
শ্রীকান্ত
গোরা
254. বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কৃত তারিখে শুরু হয়?
স্বাধীনতার পর ১৯৭৩ সালের ৭ এপ্রিল বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল ঢাকার তেজগাঁওস্থ তৎকালীন জাতীয় সংসদ ভবনে।
৭ এপ্রিল, ১৯৭২,
১০ এপ্রিল, ১৯৭২
৭ এপ্রিল, ১৯৭৩
১০ এপ্রিল, ১৯৭৩
255. উয়ারী বটেশ্বর কী কারণে আলোচিত?
উয়ারী-বটেশ্বর প্রত্নতাত্ত্বিক খনন কারণে আলোচিত। উয়ারী-বটেশ্বর ২০০০ সালে প্রত্নতাত্তিক খননের মাধ্যমে আড়াই হাজার বছরের প্রাচীন দুর্গ আবিষ্কারের কারণে আলোচনায় এসেছে। এ স্থানটি > নরসিংদীর বেলাব উপজেলায় অবস্থিত।
বাণিজ্য কেন্দ্র
প্রত্নতাত্ত্বিক খনন কেন্দ্র
বাণিজ্য সম্পদ প্রাপ্তি
সাহিত্য চর্চা কেন্দ্র
256. BIMSTEC এর সর্বশেষ সদস্য দেশ কোন দুটি?
মিয়ানমারের সদস্য হিসেবে যোগদানের পর সংগঠনের নামটি কিছুটা পরিবর্তন করে BIMSTEC করা হয়। ১৯৯৮ সালের ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত মন্ত্রী পর্যায়ের ২য় বৈঠকে নেপালকে পর্যবেক্ষকের মর্যাদা দেয়া হয়। পরবর্তীতে, ২০০৩ সালে নেপাল ও ভুটান কে সংগঠনটির পূর্ণ সদস্যের পদ প্রদান করা হয়।
নেপাল ও শ্রীলংকা
নেপাল ও ভুটান
নেপাল ও থাইল্যান্ড
নেপাল ও পাকিস্তান
257. আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) এর সদর দপ্তর কোথায়?
আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (IOM) এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে।
বাসেল, সুইজারল্যান্ড
ব্রাসেলস, বেলজিয়াম
জেনেভা, সুইজারল্যান্ড
ব্রাসিলিয়া, ব্রাজিল
258. ঘড়ির কাঁটার গতি কি ধরনের গতি?
রৈখিক গতি
পর্যায়বৃত্ত গতি
স্পন্দন গতি
উপবৃত্তাকার গতি
259. The correct sentence is:
কোনো বাক্যে sub + wish/fancy থাকলে সাধারণত দ্বিতীয় বাক্যে sub + v2 অথবা sub + would/could + v₁ বাসে। তবে, unreal past বুঝাতে to be verb থাকলে তা সর্বদাই were হয়। অর্থাৎ শুদ্ধ বাক্য: I wish I were a king.
I wish I were a king
I wish I was a king
I wish I will be a king
I wish I am a king
260. 'জীবন আমার বোন' উপন্যাসটি লিখেছেন-
মাহমুদুল হক একজন বাংলাদেশি লেখক। তাকে বাংলা সাহিত্যের একজন শক্তিমান কথাশিল্পী বলা হয়ে থাকে। তার লেখনশৈলী ও শব্দচয়নের মুনশিয়ানা চমকপ্রদ। তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছেন (১৯৯৭)। জীবন আমার বোন তার একটি উপন্যাস।
সেলিনা হোসেন
হুমায়ূন আহমেদ
রশীদ হায়দার
মাহমুদুল হক