Hints: P. B. Shelley, S. T. Coleridge, John Keats এই তিনজনই Romantic poet. কিন্তু T.S. Eliot Romantic poet নন। T.S. Eliot মূলত একজন Modern poet. তিনি twentith century'র একজন অন্যতম প্রসিদ্ধ লেখক ছিলেন। T.S. Eliot 1948 সালে সাহিত্যে Nobel Prize পান।
Hints: Ben Jonson-এর লেখা comedyগুলো Comedy of Humours নামে পরিচিত। Comedy of Humours হচ্ছে Medical theory-এর সাথে related। তার লেখা Comedy of Humours গুলোর মধ্যে 'Volpone', "The Silent Women' এবং 'The Alchemist' উল্লেখযোগ্য।
Hints: A Tale of Two Cities' ইংরেজি ঔপন্যাসিক Charles Dickens এর একটি বিখ্যাত উপন্যাস। তার কয়েকটি বিখ্যাত উপন্যাস হচ্ছে- 'David Coperfield', 'Grent Expectations' ইত্যাদি। এ উপন্যাসের মূল উপজীব্য লন্ডন ও প্যারিস শহরের কাহিনি।
Hints: প্রশ্নে প্রদত্ত option গুলোর মধ্যে Francis Bacon একমাত্র essayist। Francis Bacon কে father of English essay বলা হয়। J. S. Mill- একজন English Philosopher, political economist, feminist (নারীবাদী) এবং সরকারি চাকুরিজীবী, Charles Dickens একজন British Novelist যার বিখ্যাত Novel David Coperfield, W. H. Newman ছিলেন একজন বিখ্যাত Jeweller, Silver smith এবং Business man।
57. Which one of the following is about sin and punishment?
Hints: The Ancient Mariner হলো S.T. Coleridge রচিত Lyrical Ballad-এর অন্তর্ভুক্ত Rime of the Ancient Mariner কবিতার প্রধান চরিত্র। এটি 1797 সালে প্রকাশিত হয়। এই কবিতায় sin and punishment তথা পাপ ও তার শাস্তির বিষয়টি The Ancient Mariner-এর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।
58. Which of the following dramas is not a tragedy?
Hints: Option এ প্রদত্ত চারটি নাটক-ই William Shakespeare কর্তৃক রচিত। তন্মধ্যে Julius Caesar, Othelo ও King Lear এই তিনটি Tragedy। The Tempest নাটকটি Comedy।
Hints: The Diary of Anne Frank যা The Diary of a Young Girl নামে পরিচিত। এটি আসলে একটি দিন লিপি যা Anne Frank (1929-1945) দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ন্যাৎসী বাহিনীর ভয়ে পরিবারের সাথে এক অন্তরীণ কক্ষে থাকা অবস্থায় লিখে। তার মৃত্যুর পর 1947 সালে ডাচ ভাষায় এটি প্রথম প্রকাশিত হয় এবং 1952 সালে ইরেজি ভাষায় অনূদিত হয়। বর্তমানে এ বইটি বিশ্বের ষাটটিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে।