Hints: 'Sons and Lovers' হলো D. H. Lawrence-এর একটি উপন্যাস। যা ১৯১৩ সালে প্রকাশিত হয়। তাছাড়া তার উল্লেখযোগ্য সাহিত্য কর্ম হলো- The White Peacock, Women in Love এবং Lady Chatterley's Lover
Hints: 'A Voyage of Lilliput' গ্রন্থটি লিখেছেন Jonathan Swift। Jonathan Swift সবচেয়ে বেশি পরিচিতি পান তার বিখ্যাত Satire Gulliver's Travels-এর জন্য। Lilliput নামে ছয় ইঞ্চির মানুষ পাওয়া যায় Gulliver's Travels-এ চারটি voyage-এর প্রথম Tage-এ।
Hints: John Milton ইংরেজি সাহিত্যের Caroline Age-এর বিখ্যাত writer। তাকে Epic poet এবং Great Master of Verse বলা হয়। Paradise Lost এবং Paradise Regained হলো তার বিখ্যাত দুটি Epic।
87. Othello, Macbeth and Hamlet are three famous - of Shakespeare.
Hints: William Shakespeare-এর রচিত নাটকের সংখ্যা ৩৭টি। ৩৭টি নাটকের মধ্যে tragedy হলো ১২টি। Othello, Macbeth এবং Hamlet হলো William Shakespeare রচিত তিনটি tragedy।
Hints: Bard of Avon এবং Father of English Drama হিসেবে খ্যাত William Shakespeare ১৫৬৪ সালে England-এর Stanford of Avon-এ জন্মগ্রহণ করেন। তিনি ২৩ এপ্রিল ১৬১৬ সালে মৃত্যুবরণ করেন।
Hints: Philip Edward Thomas ব্রিটিশ কবি, প্রাবন্ধিক এবং ঔপন্যাসিক ছিলেন। যদিও তার কবিতার খুব কম সংখ্যক সরাসরি যুদ্ধের অভিজ্ঞতা বর্ণনা করলেও তিনি সাধারণভাবে war poet হিসেবে বিবেচিত ছিলেন।
98. Which one of the following was a 'Romantic poet'?
Hints: Romantic Period-এর স্থায়ীকাল ১৭৯৮-১৮৩২। এ রোমান্টিক যুগের রোমান্টিক কবিদের অন্যতম হলো P.B. Shelley (১৭৯২-১৮২২)। P.B. Shelley-কে revolutionary কবিও বলা হয়ে থাকে।