Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
101. 'Paradise Lost' is-
Hints: 'Paradise Lost' John Milton এর একটি বিখ্যাত কাব্যগ্রন্থ, যা ১৬৬৭ সালে প্রকাশিত হয়। এটি একটি Epic poem।
Short story
Epic poem
Play
Lyrical poem
102. 'Paradise Lost' কে রচনা করেন?
Hints: John Milton (1608-1674) ইংরেজি সাহিত্যের Caroline age-এর একজন বিখ্যাত Writer, তাকে 'Epic poet' এবং 'Great Master of Verse' বলা হয়। 'Paradise Lost', 'Paradise Regained' হলো তার বিখ্যাত দুটি Epic। এছাড়াও তিনি Areopagitica, of Education, Samson Agonistes প্রভৃতি নামে বিভিন্ন সাহিত্য রচনা করেছেন।
William Wordsworth
John Milton
P.B. Shelley
Lord Tennyson
103. 'Caesar and Cleopatra' is-
a tragedy by Shakespeare
a poem by Lord Byron
a play By G. B. Shaw
a novel by S.T. Coleridge
104. Who wrote 'The Taming of the Shrew'?
Hints: The Taming of the Shrew একটি comedy। এ নাটকটি William Shakespeare 1590 থেকে 1592 সালের মধ্যে রচনা করেন।
William Shakespeare
W. B. Yeats
G.B. Shaw
John Dryden
105. 'A Tale of Two Cities' refers to-
Hints: A Tale of Two Cities' ইরেজি সাহিত্যে Victorian age (1832-1901)-এর একজন অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক Charles Dickens রচিত একটি সার্থক উপন্যাস। উপন্যাসটিতে লেখক ইউরোপের দুটি বিখ্যাত শহরের বর্ণনা তুলে ধরেছেন। শহর দুটির নাম হলো লন্ডন ও প্যারিস।
London and Washington
London and Paris
London and Rome
London and Berlin
106. The Tale of Two Cities' is written by-
Hints: The Tale of Two Cities হলো Charles Dickens-এর একটি বিখ্যাত উপন্যাস। এটি ছাড়াও আরো একটি বিখ্যাত উপন্যাস হলো David Copperfield। তিনি তার A of Two Cities উপন্যাসে London এবং Paris শহরের বর্ণনা দিয়েছেন।
George Eliot
Jane Austen
Thomas Hardy
Charles Dickens
107. Who was the first recipient of the Noble prize for literature.
Hints: ১৯০১ সাল থেকে সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান করা হয়। ফ্রান্সের কবি ও সাহিত্যিক RFA Sully Prudhomme সাহিত্যে প্রথম ব্যক্তি হিসেবে নোবেল পুরস্কারে ভূষিত হন।
Shakespeare
George Orwell
RFA Sully Prudhomme
Anna Seward
108. Who of the following is known as a dramatist?
Hints: William Shakespeare dramatist হিসেবে পরিচিত। তাকে English drama-এর জনক বলা হয়।
William Wordsworth
William Shakespeare
John Keats
P.B. Shelley
109. The 'Romantic Age' in English Literature started into the publication of -
Hints: ১৭৯৮ সালে Wordsworth এবং Coleridge-এর সম্মিলিত লেখা Lyrical Ballads- এর প্রকাশনার মাধ্যমে ইংরেজি সাহিত্যের Romantic Age-এর সূচনা হয়।
My Last Duchess
Lyrical Ballads
The Tempest
A Tale of Two Cities
110. Who of the following is not a poet?
Hints: Charles Dickens (1812-1870) ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত novelist যিনি খুব দ্রুত সাহিত্য জগতে সফলতা পান। Charles Dickens-এর দুটি বিখ্যাত উপন্যাস হলো David Copperfield এবং The Tale of Two Cities | William Wordsworth (1770-1850), John Keats (1795-1821) এবং Alfred Tennyson (1809-1892) এ তিনজনই ইংরেজি সাহিত্যের খ্যাতনামা কবি।
William Wordsworth
John Keats
Charles Dickens
Alfred Tennyson
111. The Victorian age is named after-
Hints: ইংরেজি সাহিত্যে ১৮৩২ থেকে ১৯০১ সাল পর্যন্ত সময়কে Victorian age বলা হয়। ইংল্যান্ডের রাণী Victoria-এর নামে এ যুগের নামকরণ হয়েছে।
King victor 1
The Victors in the war against the French
Victory of the British Empire
Queen Victoria
112. The drama 'Macbeth' was written by-
Hints: ইংরেজি সাহিত্যে Bard of Avon নামে খ্যাত William Shakespeare (1564-1616)। তার বিখ্যাত বিয়োগান্ত নাটক Macbeth, যা তিনি 1605 সালে রচনা করেন।
G.B. Shaw
Ben Jonson
William Shakespeare
Christopher Marlowe
113. 'Three Witches' are important characters in- The way of the world
Hints: কবি William Shakespeare রচিত 'Macbeth' একটি Tragedy। নাটকটিতে Shakespeare character হিসেবে "Three Witches' বা তিনজন (Weird sisters) অদ্ভুত/ভূতুড়ে বোনের কথা নির্দেশ করেছেন। নাটকটিতে তারা দৈববাণী ঘোষণাকারী বা General Macbeth-এর অভ্যর্থনাকারী হিসেবে চিত্রায়িত হয়েছে।
Macbeth
Hamlet
Oedipus
Rex
115. Who is the author of 'The Arabian Nights'?
Hints: "The Arabian Nights' একটি লৌকিক কাহিনি নির্ভর রচনা যার মূল রচয়িতার নাম জানা যায় না। কিন্তু Sir Richard Burton এটির অনুবাদ করেন এবং নামকরণ করেন The Arabian Nights। তিনি ছিলেন মূলত একজন ইংরেজ লেখক, কবি, অনুবাদক কূটনীতিক ও ভূগোলবিদ।
Sir Richard Burton
Alexander Pope
Smith
None of them
116. 'Merchant of Venice' is a-
Hints: Merchant of Venice হলো William Shakespeare রচিত ১৬ শতাব্দীর একটি নাটক।
novel
short story
poem
drama
117. Othello gave Desdemona - as a token of love.
Hints: Shakespeare-এর বিখ্যাত ট্র্যাজেডি 'Othello' নাটকের প্রধান চরিত্র Othello তার প্রিয়তম স্ত্রী Desdemona-কে ভালোবাসার নিদর্শন স্বরূপ তার মায়ের দেয়া একটি Handkerchief উপহার দেয়। পরবর্তীতে যা Desdemona-এর মৃত্যুর কারণ হয়ে দাড়ায়।
Handkerchief
Pendant
Ring
Bengals
118. Who is the greatest modern English dramatist?
George Bernard Shaw
S. T. Coleridge
Verginia Woolf
P. B. Shelley
119. William Wordsworth is pre-eminently-
Hints: Romantic Age-এর সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র William Wordsworth-কে poet of nature বলা হয়। প্রকৃতির প্রতি অকৃত্রিম ভালোবাসার কারণে তিনি ইংরেজি সাহিত্যে worshiper of nature নামে পরিচিতি লাভ করেন।
a poet of humanism
a poet of love
a poet of liberty
a poet of nature
120. 'Hamlet' is written by-
Hints: 'Hamlet' William Shakespeare রচিত একটি বিখ্যাত Tragedy।আধুনিক যুগে যেসব নাট্যকার ছিলেন তাদের মধ্যে George Bernard Shaw ছিলেন সবচেয়ে খ্যাতিমান।
Christopher Marlowe
William Shakespeare
William Congreve
John Webster