Hints: প্রদত্ত চারটি শব্দের মধ্যে (ক) Librarian অর্থ গ্রন্থাগারিক, যার কাজ গ্রন্থাগার রক্ষণাবেক্ষণ করা; (খ) Janitor অর্থ দারোয়ান, যার কাজ কোনো ভবন বা কার্যালয়ের নিরাপত্তা বিধান করা; (গ) Palmist অর্থ হস্তরেখাবিদ, যার কাজ মানুষের হাত দেখে ভবিষ্যৎ বলে দেয়া এবং (ঘ) Curator অর্থ জাদুঘর রক্ষক। সুতরাং সঠিক উত্তর (ঘ)।
Hints: Ecological (বাস্তব্যবিদ্যা সংক্রান্ত; পরিবেশ দূষণ সংক্রান্ত) শব্দটি environment- এর সাথে সম্পর্কিত। Atmosphere অর্থ ব্যয়ুমণ্ডল, pollution অর্থ দূষণ আর demography অর্থ জনসংখ্যা তত্ত্ব।
25. 'A mental illness in which somebody has a strong desire, which they cannot control to steal things' is expressed by-
Hints: Insomnia-wakefulness (নিদ্রাহীনতা), Kleptomania- Habit of stealing things (চুরির অভ্যাস), Anemia- Deficiency of blood (রক্তস্বল্পতা), Amnesia-Loss of memory (স্মৃতি হারানো), সঠিক উত্তর (খ)।
Hints: Jingle- ঝনঝন ধ্বনি বা ধাতব পদার্থের শব্দ; Ticks ঘড়ির টিকটিক শব্দ; Rastle- মর্মরঞ্চধ্বনি বা শুকনো পাতার শব্দ; Patters- চড়চড় ধানি বা বৃষ্টি পড়ার শব্দ। সুতরাং The name of the sounds of Rain is patters সঠিক উত্তর (ঘ)।
Hints: Quorum একটি বিশেষায়িত Term। কোনো meeting বা অন্য কিছু অনুষ্ঠিত হওয়ার জন্য সর্বনিম্ন যে সংখ্যক লোক প্রয়োজন হয় তাকে Quorum বলে। উদাহরণস্বরূপ, বাংলাদেশের জাতীয় সংসদ অধিবেশন অনুষ্ঠিত হওয়ার Quorum সংখ্যা ৬০ অর্থাৎ কমপক্ষে ৬০ জন সংসদ সদস্য উপস্থিত না হলে অধিবেশন শুরু হবে না। সঠিক উত্তর (ক)।