81. Substitute in one word: The study and treatment of mental illness'.-
Hints: মানসিক রোগের গবেষণা ও চিকিৎসাকে এককথায় বলে psychiatry (মনোচিকিৎসা)। অন্যদিকে psychology অর্থ মনোবিদ্যা; মনোবিজ্ঞান, psycholinguistics অর্থ মনোবীক্ষণিক বিদ্যা আর psychosis অর্থ অস্বাভাবিক বা রগণ মানসিক অবস্থা: মনোবৈকল্য।
Hints: Stagflation (যে বিশেষ সময়সীমার মধ্যে মুদ্রাস্ফীতি দেখা দেয়, কিন্তু উৎপাদন বৃদ্ধি পায় না) শব্দটি দ্বারা cconomic slote down (অর্থনৈতিক মন্দা অবস্থা)-এর অর্থ প্রকাশ করে।
85. Having two possible meanings and not very clear is called-
Hints: দুটি সম্ভাব্য অর্থ থাকা এবং অনিশ্চিত অর্থ বা অভিপ্রায়বিশিষ্টকে বলা হয় ambiguous (দ্ব্যর্থক)। Amphibious অর্থ উভচর, anonymous অর্থ নামহীন বা অপ্রকাশিত নাম আর confiscate অর্থ বাজেয়াপ্ত করা।
Hints: ধর্মযুদ্ধ বা কোনো মহৎ কাজে আত্মোৎসর্গকারী ব্যক্তিকে বলে martyr (শহীদ)। বাকি Option এর patriot অর্থ দেশপ্রেমিক, revolutionary অর্থ বৈপ্লবিক আর soldier অর্থ সৈনিক।
87. If you write about your father's life, you are writing:
Hints: যদি তুমি তোমার পিতার জীবন সম্পক লিখ্যে তাহলে তুমি যেটা লিখছ সেটা হলো biography (জীবন ইতিহাস, জীবনী)। Diary অর্থ দিনলিপি, ব্যক্তিগত দৈনিক জীবনযাত্রার কাহিনি, autobiography অর্থ আত্মজীবনী আর chronicle অর্থ কালানুক্রমিক ঘটনাপঞ্জি।
88. A feeling of anticipation over a future event-
Hints: ভবিষ্যৎ ঘটনা ঘটতে যাচ্ছে এমন অনুভূতিকে বলে presentiment (পূর্ববোধ, পূর্বানুভূতি)। অপর দিকে disparute অর্থ অসদৃশ্য, অসম, পরস্পরের মধ্যে তুলনাহীনভাবে পৃথক, magnanimous অর্থ মহানুভব আর incongruent অর্থ অসদৃশ।
Hints: Deciduous treas (পত্রকরা বা পর্ণমোটা উদ্ভিদ) হলো ঐসব গাছ যেগুলোর প্রতিবছর বিশেষ সময়ে (সাধারণত হেমন্তকালে) পাতা করে যায়। সুতরাং সঠিক উত্তরা lase the leave annually!
94. A--makes no difference between man and man in spreading his love.
Hints: Philanthropist (জনহিতৈষী ব্যক্তি, মানবপ্রেমিক ব্যক্তি) হলো এমন ব্যক্তি যিনি জনকল্যাণে বা মানবপ্রেম বিস্তারে মানুষে মানুষে ভেদাভেদ করেন না। অন্যদিকে philander অর্থ হালকাভাবে প্রেমদম্পর্ক স্থাপন করা, প্রেমের ভান করা; philosopher অর্থ দার্শনিক, যে ব্যক্তির হৃদয় আবেগ বা কষ্ট দ্বারা পরিচালিত হয় না; philistine অর্থ সংস্কৃতিবর্জিত অসভ্য ব্যক্তি, দক্ষিণ-পশ্চিম প্যালেস্টাইনের বহিরাগত প্রাচীন অধিবাসী।
95. The expression 'distinctive qualities' means those qualities of a person which,--
Hints: Distinctive qualities অর্থ স্বাতন্ত্র্যসূচক বৈশিষ্ট্য, যেগুলো একজন ব্যক্তিকে অন্য ব্যক্তিদের থেকে আলাদা করে রাখে। সুতরাং সঠিক expression হলো make homfer different from others!
Hints: Diaspora অর্থ আদিতে একই জাতিভুক্ত বা সংস্কৃতির বাহক কোনো সম্প্রদায়ের ছড়িয়ে ছিটিয়ে বিশ্বের অন্য প্রান্তে বসবাস। অর্থের দিক দিয়ে শব্দটি migration (এক স্থান বা দেশ থেকে অন্য স্থান বা দেশে গমন) এর অর্থে সম্পর্কিত।
97. The state of having contradictory or conflicting emotional attitudes ---
Hints: পরস্পর বিরোধী এবং বিরুদ্ধ আবেগপূর্ণ আচরণের অবস্থা/পরিস্থিতিকে বলে ambivalence (আকর্ষণ ও বিকর্ষণের মনোভাব)। অপরদিকে exigency অর্থ জরুরি অবস্থা, reprisals অর্থ এক দেশের প্রতি অন্য দেশের যুদ্ধকালীন অন্যায়ের সমুচিত জবাব।
Hints: Bibliophile (বিবলিওফাইল) অর্থ গ্রন্থমনস্ক বা গ্রন্থপ্রিয় ব্যক্তি। অর্থাৎ Bibliophile হলো এমন একজন ব্যক্তিও যিনি বই সংগ্রহ এবং গ্রন্থকে ভালোবাসেন (one who loves or collects books)