Nose in the air to be proud/conceited, অযথা গর্বিত হওয়া, নিজেকে অন্যের চেয়ে উত্তম ভেবে কথা না বলা, ভাব দেখানো: She walked past me with her nose in the air. (সে ভাব দেখিয়ে আমার পাশ দিয়ে হেঁটে গেল)
123. Find out the correct meaning of A hard nut to crack'
A hard/tough nut to crack কঠিন লোক বা শক্ত লোক (এমন ব্যক্তি যাকে বোঝা অত্যন্ত কঠিন), কঠিন সমস্যা। A hard nut to crack হচ্ছে noun phrase তাই এর উত্তর হবে Difficulty/difficult person যা একটি noun
Harp on talk about the same subject একই বিষয়ে বারবার অভিযোগ করা বা আলোচনা করা, dwell tediously on the same subject, repeat tediously একই কথা/বিষয় বারবার বলে বিরক্ত করা।
140. Do not play with your parent's hard-earned money.
play hide and seek লুকাচুরি খেলা; play (sth) by ear কোনো সমস্যা সমাধানকল্পে পূর্বেপ্রণীত পরিকল্পনা অগ্রাহ্য করে নিজের মত করে সিদ্ধান্ত নেওয়া; play ducks and drakes with (sth) = squander, অপচয় করা, নয়ছয় করা; play fast and loose with sth/sb ছিনিমিনি খেলা;