3. একটি অনুষ্ঠানে কিছু লোক উপস্থিত ছিল। তারা কেবল একজন মাত্র একজনের সাথে একবার করমর্দন করতে পারবে। যদি করমর্দনের সংখ্যা ৩০০ হয়, তাহলে ঐ অনুষ্ঠানে কতজন লোক উপস্থিত ছিল?
11. একদল গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে তিন পথে গমন করে, সাত ঘাটে পানি পান করে, নয়টি বৃক্ষের নিচে ঘুমায় এবং বারো জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়ায়; তাহলে গরুর সংখ্যা কত?
14. বাংলাদেশের আয়তন সমগ্র পৃথিবীর আয়তনের কত ভাগের এক ভাগের সমান?
পৃথিবীর মোট আয়তন ৫১,০০,৭২,০০০ বর্গ কিমি। বাংলাদেশের মোট আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিমি। সুতরাং বাংলাদেশের আয়তন সমগ্র পৃথিবীর
আয়তনের ১,৪৭,৫৭০/৫১,০০,৭২,০০০ ভাগ = ১/৩৪৫৬ ভাগ (প্রায়)
17. একটি নৌকা পানির লেভেলে বাঁধা দড়ি দ্বারা একটি ডকের দিকে টানা হয়। নৌকাটি যখন ডক থেকে ১২ ফুট দূরে থাকে, তখন নৌকা থেকে ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য পানির উপর ডকের উচ্চতার দ্বিগুণের চেয়ে ৩ ফুট লম্বা হয়। তাহলে ডকের উচ্চতা কত?
20. কোনো ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ১:২:৩ ত্রিভুজটির বৃহত্তম বাহু ও ক্ষুদ্রতম বাহুর অনুপাত কত?
তথ্য: ধরি, ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে x,2x,3x => x + 2x + 3x = 180° => 6x=180°
অতত্রব, x = 30 deg আমরা জানি, a / (sin 30 ^ 0) = b / (cos 60 ^ 0) = c / (sin 90 ^ 0) => a / (1/2) = b / (v * 3/2) = c / 1 => (a / b) / c = ((1/2) / v * 3 / 2) / 1 = 1 / v * 3 / 2
বৃহত্তম বাহ্ ও ক্ষুদ্রতম বাহুর অনুপাত=২:১