Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

Math MCQ
161. একজন লোক A অবস্থান থেকে হেঁটে ডান দিকে ১০ ফুট, অতঃপর বামদিকে ২০ ফুট, তারপর বামদিকে ২০ ফুট এবং সবশেষে বামদিকে ২০ ফুট গিয়ে ৪ অবস্থানে পৌছিল। A ও B এর মধ্যকার দূরত্ব কত ফুট?
৩০ ফুট
৪০ ফুট
২০ ফুট
১০ ফুট
162. 2x²+ 5x < 0 এর সমাধান কোনটি?
-3/2<x<1
-3/2≤x≤-1
-3/2< x ≤-1
- 3/2< x <-1
163. যদি 2 x3 = 812, 4 x 5=1620 হয় তবে 6 x7=?
2428
2442
42
1214
164. ১:২:৪ অনুপাতের ১০০ ঘনফুট কংক্রিটে কত ব্যাগ সিমেন্ট প্রয়োজন?
২২ ব্যাগ
১৮ ব্যাগ
১৩ ব্যাগ
২০ ব্যাগ
165. সাধারণত ভবনের আকৃতি কেমন হয়ে থাকে?
আয়তাকার, বর্গাকার, বৃত্তাকার নানা ধরনের জ্যামিতিক আকারে ভবন নির্মাণ করা হয়। তবে স্ট্রাকচারাল ও আর্কিটেকচারাল ফাংশনকেন্দ্রীক বিভিন্ন সুবিধার জন্য বর্গাকার ভবন বেশি জনপ্রিয়।
গোলাকার
বর্গাকার
কোনিকাল
চতুর্ভুজ
166. দুইটি সংখ্যার অনুপাত 7:5 এবং তাদের ল.সা.গু. 140 হলে সংখ্যা দুইটির গ.সা.গু. কত?
9
6
4
12
167. 1/√2,1,2.... ধারাটির কোন পদ ৪√2 হবে?
১০ তম পদ
১১ তম পদ
১২ তম পদ
৯ তম পদ
168. আনুভূমিক DPC-তে ১:২:৪ অনুপাতের সিমেন্ট কনক্রিটের পুরুত্ব কত?
DPC সাধারণত ৪ সেমি ওপেনিং-এ বেশি ব্যবহৃত হয়। পুরুত্বের হয় এবং এটি দরজার
২ সেমি
৩ সেমি
৪ সেমি
৫-সেমি
169. সাধারণ জানালার Sill-এর উচ্চতা কত?
সাধারণত জানালার সিলের উচ্চতা ৩ ফিট রাখা হয়। তবে আর্কিটেকচারাল কারণে বর্তমানে ফ্লোর হতে ৬"-৯" উপরে অথবা নিরাপত্তার জন্য ৩০" থেকে ৪৮" উচ্চতা পর্যন্ত সিল রাখা হয়।
৩' উচ্চতা
২'-৬" উচ্চতা
১' উচ্চতা
৪' উচ্চতা
170. BNBC অনুযায়ী গাড়ি চলাচলের জন্য র্যাম্পের অনুপাত-
১:৪
১:৬
১:৮৮
১:১২
171. একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো। দ্রব্যটির ক্রয়মূল্য-
200 টাকা
210 টাকা
162 টাকা
198 টাকা
172. ঘড়িতে যখন ৮ টাক বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে?
। (11M-60H) / 2। সূত্র ব্যাবহার করে পাই, | (11×0-60×8) / 2 |= 480/2 = 240° যেহেতু 180° থেকে বড় কোণ সুতরাং নির্ণেয় কোণ (360-240)° = 120° (সঠিক উত্তর অপশনে নেই) যদি, ৯x৭ = ৩৫৪৫ এবং ৪০৩ = ১৫২০ হয় তবে, ৬০৮
৯০°
৯৫°
১০৫°
১১০°
173. বার্ষিক শতকরা 10% হারে 1000 টাকার 2 বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?
10 টাকা
12 টাকা
11.5 টাকা
11 টাকা
174. সাধারণ Apartment floor-এর উচ্চতা কত?
বিংশ শতাব্দীর শেষদিক হতে জমির দাম এবং জনসংখ্যার ঘনত্ব বিবেচনায় সাধারণত Apartment Floor-এর উচ্চতা (বসতবাড়ি) ৯'-১০' রাখা হয়। তবে বাণিজ্যিক ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং হাসপাতাল ভবনে এটি আরো বেশি হতে পারে।
12'
11'
10'
8'-6'
176. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 সেমি. এবং প্রস্থ 10 সেমি.। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 সেমি. করা হলো। আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে?
7.2 সেমি
7.1 সেমি.
7 সেমি.
7.3 সেমি.
177. ০.৪০০.০২০০.০৮=?
০.০০০৬৪
০.৬৪০০০
৬.৪০০০০
০.০৬৪০০
178. Padma (পদ্মা) সেতুতে ব্যবহৃত upper deck-এর width কত?
পদ্মা সেতুর Upper deck-এর width 22m. চার লেন রাস্তার দু'পাশে 2.5 মিটার Hacd shoulder রয়েছে।
20m
10m
30m
22m
179. c={x:xঋণাত্মক পূর্ণসংখ্যা এবং x2<18); c সেটের উপাদানগুলো হবে_
1, 2, 3, 5
1, 3, 5, 7
2, 4, 6, 8
1, 2, 3, 4
180. ব্রডগেজ রেললাইনের দুই রেলের অভ্যন্তরীণ Face-এর দূরত্ব কত?
যে-সব রেলপথে প্রচুর ট্রেন চলাচল করে, মালামাল পরিবহন করতে হয় বেশি এবং রেলপথের দৈর্ঘ্য বেশি সেসব জায়গায় ব্রডগেজ রেললাইন ব্যবহৃত হয়। ব্রডগেজ রেললাইনের প্রন্থ ১৬৭৬ মিলিমিটার।
১০০০ মিমি
১৪৫০ মিমি
১৬৭৬ মিমি
১৭৫০ মিমি