2605. স্থির আয়তন, স্থির চাপ, রুদ্ধ তাপসহ সকল সিস্টেমের সম্প্রসারণ ও সংকোচন কোন সমীকরণ দ্বারা একত্রে স্থাপন করা সম্ভব?
পলিট্রপিক (Poly অর্থ অনেক (Many), tropic অর্থ পরিবর্তন (change)] প্রসেসকে সাধারণ আইন সূত্র ও বলা হয়ে থাকে। তাপগতিবিজ্ঞানের প্রক্রিয়াসমূহকে অর্থাৎ স্থির আয়তন, স্থির চাপ, স্থির তাপমাত্রা, রুদ্ধতাপ ইত্যাদি প্রক্রিয়াগুলোর সম্প্রসারণ ও সংকোচন একটি মাত্র সমীকরণ দিয়ে প্রকাশ করা যায় তাকে পলিট্রপিক প্রক্রিয়া বলে।
Mathematically, PV = constant: যেখানে, n = পলিট্রপিক
সূচক (Polytrapic index)