ডেটাম হলো একটি নির্দিষ্ট সমতল, যাকে Reference করে পৃথিবীপৃষ্ঠে অন্যান্য বিন্দুর উন্নতি বা অবনতির হিসাব করা হয়। আর প্রস্থচ্ছেদ অঙ্কন করার সুবিধার জন্য ডেটাম সমতলের সমান্তরাল যে রেখা অঙ্কন করা হয় তাকে ডেটাম রেখা বলা হয়।
তথ্য: কর্ণার রিইনফোর্সমেন্ট: দ্বিমুখী স্ল্যাব এ লোড প্রয়োগের ফলে মাঝখানে সর্বাধিক পজিটিভ মোমেন্ট এবং প্রান্তে সর্বাধিক নেগেটিভ মোমেন্ট উৎপন্ন হয়। যার প্রভাবে স্ল্যাব এর মাঝের অংশ উচু হয়ে যেতে পারে। এ সমস্যা এড়ানোর জন্য প্ল্যাবের প্রান্তে যে বিশেষ রডের ব্যবহার করা হয় তাকে কর্ণার রিইনফোর্সমেন্ট বলে। কর্ণার রিইনফোর্সমেন্ট এর উপরের স্তর স্ল্যাবের কর্ণের সমান্তরালে থাকে। উত্তর: (ক)
46. . The maximum bending moment of a simply supported beam subjected to uniformly distributed load occurs [সাধারনভাবে স্থাপিত একটি বীম সমভাবে বিস্তৃত লোডের অধীনে এর সর্ব্বোচ্চ বেন্ডিং মোমেন্ট হবে)