বাক্যের sub হিসেবে pronoun একাধিক আসলে '231' নিয়মটি অনুসরণ করতে হবে। অর্থাৎ প্রথমে 2nd person তারপর 3rd person এবং সর্বশেষে 1st person বসবে
অর্থাৎ সঠিক বাক্য You, he and I went there
Neither nor correlative conjunction যুক্ত বাক্যের ক্ষেত্রে দুটি তুলনাযোগ্য noun/pronoun বা দুটি তুলনাযোগ্য verb-এর ঠিক পূর্বে বসে। Neither noun/ pronoun এবং nor noun/pronoun অথবা neither verb এবং nor verb এই sequence অনুসরণ করে।