161. Out of four options, choose the one which best replaces the highlighted phrase. His speech was optimistic, but at the end of it he stroke a note of caution.
Strike a note- একটি idiom যার অর্থ- কোনো বিষয় বিশেষ গুরুত্ব দিয়ে বলা। Strike এর past form হচ্ছে Struck। সুতরাং সঠিক উত্তর ক।
Option গুলোর মধ্যে সঠিক interrogative বাক্য হলো what happened there? আর What বাক্যের sub হিসেবে interrogative বাক্যে ব্যবহৃত হতে পারে। বাক্যটির বাংলা: সেখানে কী ঘটেছিল?
Option-গুলোর মধ্যে ভুল option টি হলো Who is the best of the two boys? কারণ of the two boys থাকলে the + comparative ব্যবহৃত হয়। সুতরাং বাক্যটির শুদ্ধরূপ Who is the better of the two boys?
Affirmative agreement-এর ক্ষেত্রে and + so + auxiliary verb (subject অনুযায়ী) + subject হয়। অপশন (a)-তে Tom হলো third person singular number যার auxiliary verb হবে does কিন্তু অপশনে আছে do যা ভুল। We plural subject যার auxiliary verb do হওয়ায় (b) অপশনের বাক্যটি সঠিক।
170. Choose the sentence with the correct punctuation.
Relative clause-এর আগে ও পরে কমা বসে। সুতরাং যে বাক্যটিতে punctuation (বিরামচিহ্ন) এর সঠিক ব্যবহার রয়েছে সেটি হলো My aunt, who lives in Sylhet, is a doctor |
Compensate somebody for something অর্থ কাউকে কোনো কিছুর জন্য ক্ষতিপূরণ দেয়া। অতএব সঠিক বাক্য The railway will compensate us for the loss (রেলওয়ে আমাদের ক্ষতিপূরণ দেবে।)।
175. Correct the sentence: Whoever objects to me going to the convention ought to state his position promptly.
Underline কৃত অংশে whoever subject স্থানীয় হওয়ায় whoever-এর ব্যবহার সঠিক রয়েছে আর going এর পূর্বে me ব্যবহার ভুল কেননা ing যুক্ত verb-এর পূর্বে pronoun-এর possessive form বসে। সুতরাং my হলে বাক্য সঠিক হতো। সুতরাং সঠিক sequence নিয়ে গঠিত অংশ হলো whoever objects to my
Option গুলোর মধ্যে ভুল বাক্যটি হলো I was in want of of food। বাক্যটির সঠিক রূপ। was in want of food (আমি খাদ্যের অভাবে ছিলাম)। In want of something অর্থ কোনো কিছুর অভাবে।