Faith এবং hope-এ দুটি noun একত্রে in অথবা for preposition সহ ব্যবহৃত হলে অর্থ যথার্থ হয় না। বরং faith in অর্থ হলো কোনো কিছুতে বিশ্বাস রাখা। অন্যদিকে hope for (কোনো বিষয়ে আশা প্রকাশ করা)।
Almost একটি adverb যা কোনো verb, adjective-এর পূর্বে বসে তার দোষ-গুণ প্রকাশ করে। 'ate almost the whole fish' (প্রায় সম্পূর্ণ মাছটি খেল)- এটি যথার্থ অর্থবোধক।
খুন করার অর্থে for murder ব্যবহৃত হয়, of murder নয়। ফাঁসি দেয়া hang যার past participle-hanged, ঝুলানো অর্থে hang এর past-hung এবং participle-hung (hunged নয়)।