Advice হলো uncountable noun সুতরাং এর plural form নেই। সুতরাং সঠিক বাক্য They acted according to his advice In accordance to-এর স্থলে in accordance with হলে phraseটি সঠিক হয় অর্থাৎ এ অপশন এর উত্তরটি সঠিক হতো।
ভাষার পূর্বে কোনো article বসে না আর English জাতি বোঝাতে এর পূর্বে the বসবে। সুতরাং সঠিক উত্তর He speaks English like the English যার অর্থ সে ইংরেজদের মত ইংরেজিতে কথা বলে।
Advice হলো uncountable noun / Advice কে countable noun এ পরিণত করতে a piece of..., two pieces of.... ব্যবহার করতে হয়। Advice এর পূর্বে an, one, a single ব্যবহার সঠিক নয়।
Nonrestrictive clause-এর ব্যবহার অনুযায়ী সঠিক structure: sub + which + sub + verb + extention + verb + extention। এই structure অনুযায়ী একমাত্র সঠিক বাক্য The shirt which he bought is blue in colour
Hang (ফাঁসি দেয়া; ফাঁসি হওয়া অর্থে)-এর past participle হলো hanged। সুতরাং সঠিক বাক্য He was hanged for murder যার অর্থ হত্যার জন্য তাকে ফাঁসি দেয়া হলো।
Be verb-এর পূর্বে sub হিসেবে pronoun-এর subjective form বসে আর not যুক্ত থাকলেও not পরবর্তী pronounটির subjective form বসে। Verb সাধারণত not পূর্ববর্তী pronoun অনুযায়ী হয়ে থাকে। সুতরাং সঠিক বাক্য He, not I, is to be held, responsible for the loss
He, not I, am to be held responsible for the loss.
He, not me, is to be held responsible for the loss.
He, not I, is to be held responsible for the loss.
He, not I, is to be hold responsible for the loss.
[Note: Comparative degree-এর ক্ষেত্রে than-এর পরে all other + plural noun বা any other + singular noun ব্যবহৃত হয়। আর এ অনুযায়ী সঠিক বাক্য (গ) ও (ঘ) উভয়ই।।
The man appears to be stronger than other living men
The man appears to be stronger than may living man
The man appears to be stronger than all other living men.
The man appears to be stronger than any other living man.
বাক্যে অতীত নির্দেশক শব্দ (yesterday) থাকলে বাক্যটি past indefinite tense এ হয়। সুতরাং সঠিক উত্তর (গ)। আর subject-এর পর yesterday থাকাতে option (ক) ভুল।
দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে কেউ বা কোনোটি নয় বোঝাতে neither pronoun টি ব্যবহৃত হয় আর verb টি singular হয়। সুতরাং সঠিক বাক্য neither of the two men wis strong
দোষ না বুঝিয়ে কোনো বাক্যে বিভিন্ন person থাকলে প্রথমে 2nd person তারপর 3rd person এবং সর্বশেষে 1st person বসে। আর verb হিসেবে are বসে। সুতরাং সঠিক বাক্য You, he and I are present
Each student অর্থ প্রত্যেক ছাত্র। আর বাক্যটি past indefinite tense এ হবে। সুতরাং সঠিক বাক্যটি হলো Each student of the class took part in the picnic (ক্লাসের প্রত্যেক ছাত্র পিকনিকে অংশ নিল)।
Each student of the class took part in the picnic.
Each student of the class had taken part in the picnic.
Every student of the class was taken part in the picnic.
Every student of the class took part in the picnic.
For three hours (তিন ঘণ্টা ধরে) দ্বারা period of time বুঝায়। Period of time যুক্ত বাক্য present perfect continuous tense হয়। অতএব (ঘ) অপশনের বাক্যটি সঠিক।
ব্যাপক সময় (for four days) উল্লেখিত বাক্য present perfect continuous tense হয়। Present perfect continuous tense-এ নির্দিষ্ট ( point of time) সময় বা সাল থাকলে এর পূর্বে since এবং ব্যাপক (period of time) সময় উল্লেখ থাকলে for বসে। (ক) এবং (গ) অপশনের বাক্যে preposition (since) এবং tense-এর ভুল ব্যবহার আছে। এবং (ঘ) অপশনের বাক্যে four days (ব্যাপক সময়) এর পূর্বে since না হয়ে for থাকলে এ বাক্যটিও সঠিক হতো। অতএব (খ) অপশনের বাক্যটি সঠিক।
It is + pronoun- subjective foren + who + who পূর্ববর্তী pronoun অনুযায়ী গেট হলো সঠিক sentence। সুতরাং সঠিক বাক্য: It is you who are to pay for the loss
নদ-নদীর নামের পূর্বে the বসে এবং adjective-এর superlative form-এর পূর্বে the বসে। সুতরাং একমাত্র সঠিক বাক্যটি হলো: The Padma is the longest river in Bangladesh