262. My wife is very sincere in her belief that women are suitable for some types of works than men.
That-এর পরবর্তী clause টিতে than থাকাতে বোঝা যাচ্ছে যে বাক্যটিতে adjective-এর comparative form প্রয়োজন যা বাক্যটিতে অনুপস্থিত। সুতরাং suitable-এর পূর্বে comparative form 'more' বসালে বাক্যটি সঠিক হবে।
Singular অথবা uncountable noun এর সমগ্রতা বোঝাতে all of ব্যবহৃত হলে এর দ্বারা singular noun-কে নির্দেশ করে। যার পর verb-এর singular form বসবে। All of it depends on you!
বাক্যে missing word টি হলো dream! This এবং since-এর মাঝে dream word টি বসবে। Dream শব্দটি ব্যবহার করে বাক্যটির বাংলা: শিশু বয়স থেকেই আমার এই স্বপ্নটি ছিলো।
268. Her relatives dislike Rina because she unduly emphasizes their mistakes.
Emphasize something অর্থ কোনো কিছুতে জোর দেওয়া। এরপর কোনো preposition না বসে সরাসরি noun আসে। কিন্তু ক্ষেত্র বিশেষে emphasize এর পর on বসে। সুতরাং বাক্যে on preposition টি missing আছে।
Last night সময় নির্দেশক adverb যা বাক্যে past indefinite tense নির্দেশ করে। Past indefinite tense এর সঠিক interrogative বাক্য What time did you go to bed last night?
278. When having a problem it is best to the situation then act.
সমস্যায় পড়লে আমাদের সেই সমস্যাটি ভালোভাবে বিশ্লেষণ করে যাচাই বাছাই করতে হবে এবং তারপর সে অনুসারে ব্যবস্থা নিতে হবে। আর dissect অর্থ সমস্যা বিচার বিশ্লেষণ করা। সুতরাং best to-এর পর dissect শব্দটি missing রয়েছে।
280. Most people travel by air now-a-days because is cheaper and quicker.
প্রদত্ত বাক্যে because-এর পরের clause-এর কোনো sub নেই। সুতরাং is verb টির sub হিসেবে it ব্যবহার করলে বাক্যটি সঠিক হবে। It বসিয়ে বাক্যের বাংলা: অধিকাংশ মানুষ আজকাল আকাশ পথে ভ্রমণ করে কারণ এটা অধিক সস্তা এবং দ্রুততর।